>টেস্টে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও রশিদের
ওয়ানডেতে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি তিনি গড়েছিলেন আগেই। এবার টেস্ট ময়দানেও রেকর্ডটি নিজের করে নিলেন রশিদ খান। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস করতে নেমে বিশ্ব রেকর্ডই গড়েছেন আফগানিস্তানের এ অধিনায়ক। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটিও এখন রশিদের দখলে। মুদ্রা নিক্ষেপের ভাগ্যপরীক্ষায় জিতে এ রেকর্ড যেন আরও রাঙিয়ে দিলেন রশিদ।
টেস্ট ইতিহাসে এর আগে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি ছিল টাটেন্ডা টাইবুর দখলে। ২০০৪ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বছর ৩৫৮ দিন বয়সে দলকে নেতৃত্ব দিয়েছিলেন টাইবু। তাঁর চেয়ে ৮ দিনের ব্যবধানে এগিয়ে থেকে রেকর্ডটি নতুন করে লেখালেন রশিদ খান। ২০ বছর ৩৫০ দিন বয়সে আফগানিস্তানের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
টেস্টে সবচেয়ে কম বয়সে দলকে নেতৃত্ব দেওয়ার এ রেকর্ডের শীর্ষ দশে দুজন বাংলাদেশিও আছেন। ২০০৯ ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফি বিন মুর্তজার আকস্মিক চোটে অধিনায়কের নেতৃত্বভার পাওয়া সাকিব গ্রেনাডা টেস্টে দলকে নেতৃত্ব দেন ২২ বছর ১১৫ দিন বয়সে। আর ২০০৭ সালে মোহাম্মদ আশরাফুল যখন শ্রীলঙ্কার বিপক্ষে নেতৃত্ব দিতে নামেন, তখন তাঁর বয়স ছিল ২২ বছর ৩৫৩ দিন।
ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি গত বছর গড়েন রশিদ। বুলাওয়েতে আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে ১৯ বছর ১৬৫ দিন বয়সে নেতৃত্ব দিয়েছিলেন আফগানিস্তানের। আর এ পথে তিনি ভেঙে ফেলেন এক বাংলাদেশির গড়া রেকর্ড। রশিদের আগে ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি ছিল রাজিন সালেহর দখলে। বার্মিংহামে ২০০৪ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ বছর ২৯৭ দিন বয়সে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন রাজিন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ড বতসোয়ানা অধিনায়ক সেপো ফাসোয়ানার। এ বছরের মে মাসে ২০ বছর ২২৪ দিন বয়সে দেশের নেতৃত্ব দেন তিনি। এ সংস্করণে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার তালিকায় শীর্ষ চারে আছেন এক বাংলাদেশিও। ২০০৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ২১ বছর ২১১ দিন বয়সে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন শাহরিয়ার নাফীস। তাঁর চেয়ে কম বয়সে নেতৃত্ব দিয়েছেন যথাক্রমে—বারমুডার রডনি ট্রট, অস্ট্রিয়ার রাজমাল শিগিওয়াল ও বতসোয়ানার সেপো ফাসোয়ানা।
রশিদের সার্টিফিকেট বয়স ও আসল বয়স নিয়ে ক্রিকেট মহলে কৌতুক আছে। তবে রেকর্ড তো নিরেট পরিসংখ্যানে বিশ্বাসী। অতটা রসবোধ তার নেই। বিশ্ব রেকর্ডটা আফগান অধিনায়কের, রেকর্ড কিন্তু সে কথাই বলবে।
সবচেয়ে কম বয়সে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল যাঁদের
অধিনায়ক | বয়স | দল | প্রতিপক্ষ | মাঠ | সাল |
রশিদ খান | ২০ বছর ৩৫০ দিন | আফগানিস্তান | বাংলাদেশ | চট্টগ্রাম | ২০১৯ |
টাটেন্ডা টাইবু | ২০ বছর ৩৫৮ দিন | জিম্বাবুয়ে | শ্রীলঙ্কা | হারারে | ২০০৪ |
এমএকে পতৌদি | ২১ বছর ৭৭ দিন | ভারত | উইন্ডিজ | বার্বাডোজ | ১৯৬২ |
ওয়াকার ইউনিস | ২২ বছর ১৫ দিন | পাকিস্তান | জিম্বাবুয়ে | করাচি | ১৯৯৩ |
গ্রায়েম স্মিথ | ২২ বছর ৮২ দিন | দ. আফ্রিকা | বাংলাদেশ | চট্টগ্রাম | ২০০৩ |
সাকিব আল হাসান | ২২ বছর ১১৫ দিন | বাংলাদেশ | উইন্ডিজ | গ্রেনাডা | ২০০৯ |
ইয়ান ক্রেগ | ২২ বছর ১৯৪ দিন | অস্ট্রেরিয়া | দ. আফ্রিকা | জো.বার্গ | ১৯৫৭ |
জাভেদ মিয়াঁদাদ | ২২ বছর ২৬০ দিন | পাকিস্তান | অস্ট্রেলিয়া | করাচি | ১৯৮০ |
মারে বিসেট | ২২ বছর ৩০৬ দিন | দ. আফ্রিকা | ইংল্যান্ড | জো.বার্গ | ১৮৯৯ |
মো. আশরাফুল | ২২ বছর ৩৫৩ দিন | বাংলাদেশ | শ্রীলঙ্কা | কলম্বো | ২০০৭ |