প্রথম টেস্টে টসে জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেট
প্রথম টেস্টে টসে জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেট

অ্যান্টিগা টেস্ট

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন মোস্তাফিজ-মিরাজ-নুরুল

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে টসে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেট।

বাংলাদেশের নতুন অধিনায়ক সাকিব আল হাসান টসের সময় বলেছেন, জিতলে তিনিও ফিল্ডিং-ই নিতেন। তবে ব্যাটিং করতেও খুব একটা সমস্যা হবে না তাঁদের।

তিন জন পেসার, সঙ্গে দুই অলরাউন্ডার—মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক সাকিবকে নিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ। ২০২১ সালের ফেব্রুয়ারির পর এ ম্যাচ দিয়ে টস্টে ফিরলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ মিস করা মিরাজও ফিরেছেন এ টেস্ট দিয়েই।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্টের একাদশ থেকে নেই মুশফিকুর রহিমও। হজের কারণে এ সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন। দলে এসেছেন নুরুল হাসান, এ বছরের শুরুতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও।

মেরুদণ্ডের চোটে সিরিজের আগেই ছিটকে গেছেন ইয়াসির আলী। তাঁর বদলে ৮ বছর পর টেস্ট দলে ডাকা হয়েছে এনামুল হককে। তবে আগামীকাল দেশ থেকে রওনা দেবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন কেমার রোচ। শুরুতে এ টেস্টের দলে রাখা না হলেও ম্যাচের আগে ফিটনেস টেস্টে উৎরে গেছেন এ পেসার। অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতির।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), নুরুল হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রেগ ব্রাফেট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, এনক্রুমা বোনার, জেরমাইন ব্ল্যাকউড, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুড়াকেশ মোতি, রেমন রেইফার, কেমার রোচ, জেইডেন সিলস।