করোনা পজিটিভ হয়েছেন জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব খেলে ফেরা বাংলাদেশ নারী দলের আরও একজন ক্রিকেটার।
তবে তিনি করোনার নতুন ধরন অমিক্রন নয়, আক্রান্ত হয়েছেন ডেলটা ধরনে। প্রথম আলোকে এটি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন আসার পর জিম্বাবুয়েতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল হয়ে গিয়েছিল মাঝপথেই। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগও পেয়েছে বাংলাদেশ। তবে ১ ডিসেম্বর দেশে ফিরেই ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয় তাঁদের।
তিন দফা টেস্টে নেগেটিভ সাপেক্ষে ৬ ডিসেম্বর কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তৃতীয় দফা পিসিআর টেস্টেও পজিটিভ হন প্রথম দুজন। এরপর কোয়ারেন্টিনের মেয়াদ বাড়ানো হয় তাঁদের। তাঁরা যে অমিক্রন ধরনে আক্রান্ত, সেটা ১১ ডিসেম্বর নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।
এর মধ্যেই তৃতীয়জন পজিটিভ হলেন। এ তিনজনকেই মুগদায় ‘সরকারি ব্যবস্থাপনায়’ নিয়ে যাওয়া হয়েছে। তবে সেটি স্বাস্থ্যগত কারণে নয়। নারী ক্রিকেটারদের কোয়ারেন্টিন যে হোটেলে চলছিল, সেখানে বিজয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতিসহ রাষ্ট্রীয় অতিথিরা উঠবেন। সে জন্য ওই তিনজন নারী ক্রিকেটারকে সরানো হয়েছে।
আজ প্রথম আলোকে সেই সূত্র জানান, মেডিকেল কোনো ইস্যু নয়। (সে হোটেলে) ভারতের রাষ্ট্রপতিসহ প্রচুর ভিআইপি আসবেন। এ কারণে সরকারি ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে কোয়ারেন্টিন ও আইসোলেশনের কারণে। এ ছাড়া কিছু না।
অবশ্য এর আগেই যাঁরা নেগেটিভ হয়েছেন, তাঁদের নেওয়া হয়েছে মিরপুরে বিসিবির আবাসিক ব্যবস্থাপনায়। আগামীকাল সকালে আরেক দফা টেস্ট করানো হবে সবার। সেখানে নেগেটিভ এলে কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হবে তাঁদের।
তবে আগে থেকেই পজিটিভ তিনজনকে ২০ ডিসেম্বর পর্যন্ত ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করতেই হবে। আগামী বছর নিউজিল্যান্ডে হওয়ার কথা আছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।