বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম
বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম

২০২২ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

জাহানারাকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

জাহানারা আলমকে রেখেই মেয়েদের ২০২২ ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক হিসেবে রাখা হয়েছে নিগার সুলতানাকেই।

শৃঙ্খলাজনিত কারণে এ মাসে হয়ে যাওয়া কমনওয়েলথ গেমস বাছাইপর্বের মূল দলে ছিলেন না জাহানারা। তবে বিশ্বকাপ দলে ফিরলেন তিনি। দলে জায়গা পেয়েছেন কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় চার বছর পর ফেরা পেসার সুয়াইয়া আজমিন। সে অর্থে কোনো চমক নেই এ দলে।

মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। প্রথমবারের মতো এ টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়েতে হওয়া বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে সুযোগ পেয়েছেন তাঁরা। বিসিবি জানিয়েছে, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে আগামীকাল থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পার হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

দল ঘোষণার পর বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় অধিনায়ক নিগার সুলতানা বলেছেন, ‘আমরা অনেক রোমাঞ্চিত। সবাই ভালো খেলার জন্য আশাবাদী। আমাদের দলে অভিজ্ঞদের সঙ্গে তরুণ মেধাবী ক্রিকেটার আছে, যারা ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে। এ দলটাই আমরা এক-দেড় বছর একসঙ্গে খেলে যাচ্ছি। ফলে সমন্বয় ও দল হয়ে খেলার মনোভাব অনেক ভালো আছে। সবার কাছে দোয়া চাই, যাতে বিশ্বকাপে ভালো করতে পারি।’

প্রায় একই রকম কথা বলেছেন নির্বাচক মঞ্জুরুল ইসলামও, ‘যে দলটা ঘোষণা করেছি, সেটা সবকিছু বিবেচনা করেই করা। দেশে-দেশের বাইরে খেলা, অভিজ্ঞতা-তারুণ্যের সমন্বয়ে গড়া। একসঙ্গে দেশে ও দেশের বাইরে খেলে পারফর্ম করে আসছে দলটা। কন্ডিশনও বিবেচনায় এনেছি। আশা করি, আমরা সফল হব।’

আগামী ৫ মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ।

বিশ্বকাপে বাংলাদেশ দল

নিগার সুলতানা (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, ঋতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সুরাইয়া আজমিন, সানজিদা আক্তার