মোহালি টেস্টে ১৭৫ রানের ইনিংস ও ৯ উইকেট নেওয়ার পুরস্কার পেলেন রবীন্দ্র জাদেজা। আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ভারতের এই অলরাউন্ডার।
আজ র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন জাদেজা। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ উন্নতি করে দশম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বল করেন নাসুম।
গত বছরের ফেব্রুয়ারি থেকে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার নেমে গেছেন দুইয়ে। তিনে ভারতের স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।
জাদেজার ৪০৬ রেটিং পয়েন্ট থেকে ২৪ রেটিং পয়েন্ট পিছিয়ে দুইয়ে হোল্ডার (৩৮২)। অশ্বিন ৩৪৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনে। ৩২৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে সাকিব আল হাসান। বাংলাদেশ অলরাউন্ডারের অবস্থানের নড়চড় হয়নি।
জাদেজা এ নিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার হলেন। ২০১৭ সালের আগস্টে এক সপ্তাহের জন্য শীর্ষে উঠেছিলেন বাঁহাতি এই ক্রিকেটার।
বোলার ও ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তাঁর। তিন ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন জাদেজা।
ব্যাটিংয়ে ৫৪তম স্থান থেকে উঠে এসেছেন ৩৭তম স্থানে। মোহালিতে ক্যারিয়ারের শততম টেস্টে ৪৫ রান করা বিরাট কোহলি দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন।
রাওয়ালপিন্ডি টেস্টে ১৮৫ রানের ইনিংস খেলা আজহার আলীও ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ১০ ধাপ লাফ দিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন এই পাকিস্তানি।
একই টেস্টে জোড়া শতক হাঁকানো ইমাম-উল-হক ক্যারিয়ার–সেরা ৬৩তম স্থানে উঠে এসেছেন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে।