নতুন বছরটা জয়ে শুভসূচনা করল বাংলাদেশ ক্রিকেট দল। শেরেবাংলা স্টেডিয়ামে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছে তামিম ইকবালের দল।
এ ম্যাচে দুর্দান্ত বল করে ক্যারিবীয়দের ১২২ রানে অলআউট করে স্বাগতিকেরা। ব্যাটিংটা অবশ্য বোলিংয়ের মতো ধারালো হয়নি। তবু জয়ে শুভসূচনা করার স্বস্তি অন্য রকম। ছবির গল্পে আসুন দেখে নিই ম্যাচের কিছু মুহূর্ত: