অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের সময়ে।
অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের সময়ে।

ছবির গল্পে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন

চতুর্থ দিনে লড়াইয়ের পর শেষ দিনে রোমাঞ্চ জমিয়ে রাখল চট্টগ্রাম টেস্ট? উত্তর পাওয়া যাবে কাল, দুই দলের পারফরম্যান্সের ভিত্তিতে। আপাতত চট্টগ্রাম টেস্টে ব্যাটে–বলে দারুণ লড়াই দেখা গেল। এই লড়াইয়ের নানা মুহূর্তের ছবি ক্যামেরা–বন্দী করেছেন শামসুল হক। ছবিতে ছবিতে দেখে নিন চতুর্থ দিনের গল্প -

মুমিনুল হক ইনিংসজুড়েই খেলেছেন দারুণ।
মুশফিকুর রহিম দারুণ শুরু করেও ইনিংসটা টেনে নিতে পারেননি।
মুশফিক দ্রুত ফিরে গেলেও লিটন দাস ও মুমিনুল পঞ্চম উইকেটে বাংলাদেশকে উপহার দিয়েছেন ১৩৩ রানের জুটি।
শুরুতে নড়বড়ে থাকলেও লিটন শেষ পর্যন্ত খেলেছেন ৬৯ রানের ইনিংস।
কী দুর্দান্ত সেঞ্চুরি মুমিনুলের! বাংলাদেশের টেস্ট অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।
মুমিনুলকে তাঁর ১০ম টেস্ট সেঞ্চুরিতে অভিনন্দন জানাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের এক খেলোয়াড়।
চোট সাকিব আল হাসানকে খেলতে দেয়নি, বানিয়ে রেখেছে দর্শক।
ব্যাট হাতে প্রথম ইনিংসে সেঞ্চুরি, বল হাতে ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসেও বল হাতে উজ্জ্বল মিরাজ, দিনে উইন্ডিজের ৩ উইকেটের তিনটিই তাঁর ।
আবার চোট! ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছেন তামিম ইকবাল।
দিন শেষে মাঠ ছাড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। হয়তো বুনছেন কাল পঞ্চম দিনে টেস্ট জয়ের স্বপ্ন।