মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের শুরুতে ২ ওভার বল করেছিলেন মোসাদ্দেক হোসেন। তৃতীয় দিনে তাঁকে বোলিংয়ে দেখা যায়নি। আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ছয় ওভার খেলা হওয়ার পর তাঁকে দেখা গেল বোলিংয়ে। অথচ, বিশেষজ্ঞ অফ স্পিনার নাঈম হাসান চোটে পড়ায় তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক।
ব্যাটিংয়ে ভালো করতে পারেননি। অফ স্পিনে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন, অনেকে তা ভাবলেও অধিনায়ক মুমিনুল হকের মাথায় সম্ভবত অন্য পরিকল্পনা ছিল। তা, যে পরিকল্পনাই করে থাকুন, অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্ডিমালের জুটিতে তা কাজে আসেনি। জুটি ভাঙতেই অগত্যা মোসাদ্দেককে বোলিংয়ে ফিরিয়ে আনেন বাংলাদেশ অধিনায়ক।
কিন্তু তাতেও কিছু হয়নি। দ্বিতীয় সেশনে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৩তম শতক তুলে নেন চট্টগ্রাম টেস্টে ১৯৯ রানে আউট হওয়া ম্যাথুস। শতকের দেখা পান চান্ডিমালও। ষষ্ঠ উইকেটে দুজনের ১৯৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে মিরপুর টেস্টে নিজেদের ভিত শক্ত করেছে শ্রীলঙ্কা।
চা বিরতির আগে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ৪৫৯। প্রথম ইনিংসেই ৯৪ রানের লিড পেয়েছে সফরকারি দল। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনও নিষ্ফলা গেল বাংলাদেশের বোলারদের। টানা দুই সেশন উইকেট ফেলতে না পারায় শেষ সেশনে চাপে থাকবে বাংলাদেশই।
মোসাদ্দেকের করা ১৪১তম ওভারে শতক তুলে নেন ম্যাথুস। দুই ওভার পরই তাঁকে আউট করার সুযোগ পেয়েছিলেন মোসাদ্দেক। তাঁর এলবিডব্লিউর আবেদনে সাড়া দিয়েছিলেন মাঠের আম্পায়ার জোয়েল উইলসন। রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান ম্যাথুস। স্নিকো মিটারে দেখা গেছে, বল তাঁর ব্যাটের কানা ঘেঁষে যাওয়ার সময় খুব সূক্ষ্ম দাগ ফুটে উঠেছে। আউটের আবেদন তাই নাকচ করে দেন তৃতীয় আম্পায়ার।
ম্যাথুস তার আগেও একবার বেঁচে যান। এবারও ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন জোয়েল উইলসন। দ্বিতীয় সেশন শুরুর পর দ্বিতীয় ওভারে পেসার খালেদ আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচের আবেদন করেছিল বাংলাদেশ দল। রিভিউ নেওয়ায় আল্ট্রাএজে দেখা যায়, বলের সঙ্গে তাঁর ব্যাটের কোনো সংস্পর্শ হয়নি।
আগের দিন দারুণ বল করা ইবাদত হোসেনের (১৪৫তম ওভার) বলে এক রান নিয়ে শতকের দেখা পান চান্ডিমাল। টেস্টে এর আগে সর্বশেষ ২০১৮ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতকের দেখা পান তিনি। দুজনই উইকেটে জমে গেছেন।
খালেদ, ইবাদত, তাইজুল ও সাকিবকে দিয়েও উইকেটের দেখা না পাওয়ায় অধিনায়ক মুমিনুল নিজেও বল করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দ্বিতীয় সেশনে ২৫ ওভারে ৯০ রান তুলেছে শ্রীলঙ্কা। ১২৩ রানে অপরাজিত ম্যাথুস। ১২০ রানে অন্য প্রান্ত আগলে রেখেছেন চান্ডিমাল।