চামিন্দা ভাস ‘উচ্ছৃঙ্খল’

২০১৩ সালে শ্রীলঙ্কা দলের বোলিং কোচ থাকার সময়ে মালিঙ্গার সঙ্গে ভাস (বাঁয়ে)।
ছবি: এএফপি

এলেন, দেখলেন, বেশি বেতন চাইলেন, চলে গেলেন।

শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্বে চামিন্দা ভাসের মেয়াদকে এভাবেই হয়তো বর্ণনা করা যায়। দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায়ই গত পরশু পদত্যাগ করেছেন লঙ্কান কিংবদন্তি বাঁহাতি পেসার। তা-ও দায়িত্বটা ছেড়েছেন কখন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা যখন দেশ ছাড়বে, তার মাত্র ঘণ্টা পাঁচ-ছয়েক আগে!

লঙ্কান সংবাদমাধ্যম জানাচ্ছে, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের (এসএলসি) কাছে বেতন বাড়ানোর দাবি করেছিলেন ভাস। কিন্তু এসএলসি তা মানেনি। তাতেই পদত্যাগ ভাসের। কিন্তু এভাবে হঠাৎ একটা সফরের আগে দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় বেতন বাড়ানোর দাবি করা, তারপর সফরের ঘণ্টা কয়েক আগে পদত্যাগ করা...সব মিলিয়ে এখন ভাসের ওপর খেপেছেন লঙ্কান ক্রিকেটের হর্তাকর্তারা। এই তালিকায় যোগ হয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপক্ষেও। ভাসকে ‘উচ্ছৃঙ্খল’ বলেছেন তিনি।

৪৭ বছর বয়সী ভাসের মতো প্রতিভাবান একজন কোচকে নিজেদের কাজে লাগাতে পারার আক্ষেপ ঠিকই জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী, তবে ভাসের দায়িত্বহীনতার জন্য ধুয়েও দিয়েছেন। গতকাল শ্রীলঙ্কার পার্লামেন্টে নামাল রাজাপক্ষে বলেন, ‘একটা আন্তর্জাতিক সফরে কোচ হিসেবে ভাসের যাওয়ার কথা ছিল। সেই সফরের চার ঘণ্টা আগে যখন তিনি পদত্যাগ করতে অনুরোধ জানিয়েছেন, এটা একজন ব্যক্তির উচ্ছৃঙ্খলতার প্রমাণ দেয়।’

ভাসের এমন আচরণ শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের ওপর প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে লঙ্কান ক্রীড়ামন্ত্রীর, ‘তাঁর এমন কাজের প্রভাব পড়বে ২০২৩ বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে এগোতে থাকা তরুণ ক্রিকেটারদের ওপর। ক্রিকেট বোর্ডে যা-ই চলুক না কেন, সেগুলোর কারণে ক্রিকেটারদের এবং পুরো ক্রিকেট সমাজকে ক্ষতিগ্রস্ত হতে দিতে পারি না আমরা।’

শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ আলো ছড়ানো ভাস হঠাৎ এভাবে কেন দায়িত্ব ছেড়েছেন, সেটি নিয়ে পরশু থেকে গুঞ্জনের কমতি ছিল না। শ্রীলঙ্কান বোর্ড জানিয়েছে, বেতন বাড়ানোর দাবি জানিয়েছিলেন ভাস। সংবাদমাধ্যমেও গুঞ্জন তা-ই।

ভাস নিজে অবশ্য সেভাবে কোনো ব্যাখ্যা দেননি। টুইটারে পদত্যাগের ঘোষণায় শুধু লিখেছেন, ‘আমি বোর্ডকে খুব বিনয়ের সঙ্গেই একটা অনুরোধ করেছিলাম। কিন্তু তারা সেই অনুরোধ রাখেনি। এখন এটুকুই বলব। ন্যায়বিচার হবেই।’

চামিন্দা ভাস।

এখন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীও বলছেন, বেতন বাড়ানোর দাবিই করেছিলেন ভাস, ‘ঝামেলাটা হচ্ছে চামিন্দা ভাস তাঁর সিদ্ধান্ত জানিয়েছেন আর বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন বিকেল পাঁচটায়, যেখানে সেদিনই রাত ১১টায় দলের দেশ ছাড়ার কথা ছিল।’

১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান দলের গুরুত্বপূর্ণ সদস্য, লঙ্কান জার্সিতে টেস্টে ৩৫৫ ও ওয়ানডেতে ৪০০ উইকেট নেওয়া ভাসের সে দাবি কেন মানেনি এসএলসি, সেটির ব্যাখ্যাও দিয়েছেন নামাল রাজাপক্ষে, ‘এসএলসি যদি সে সময়ে তাঁর দাবি মেনে নিত, তাহলে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার ঠিক আগে দেখা যেত, আরেকজন কোচ কিংবা ক্রিকেটার হয়তো একই ধরনের অনুরোধ করতেন। অনুরোধ না মানলে দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার হুমকি দিতেন। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে সেটা কীভাবে সামলে নিতাম আমরা? সে কারণেই আমাদের সিদ্ধান্ত, এখানে একটা প্রক্রিয়া চালু আছে, সেটাই সবাইকে মানতে হবে।’

প্রায় এক মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরে ২ টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে ৩ মার্চ, ওয়ানডে সিরিজ ১০ মার্চ থেকে। টেস্ট সিরিজের প্রথমটি ২১ মার্চ থেকে।