চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বলছে, অধিনায়কত্বে রদবদলটা করা হয়েছে কোচ পল নিক্সনের পরামর্শে। কাউন্টি দল লেস্টারশায়ারের ডাকে পরশু হঠাৎ দেশে ফিরে যাওয়ার আগে তিনিই নাকি বলে গেছেন, ‘চাপমুক্ত’ হয়ে খেলতে যেন মেহেদী হাসান মিরাজের পরিবর্তে অন্য কাউকে দলের অধিনায়ক করা হয়। বিপিএলে জয়ের মধ্যে থাকা দলটার নেতৃত্বে সে কারণেই হঠাৎ পরিবর্তন। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে মিরাজের পরিবর্তে চট্টগ্রামের অধিনায়কত্ব করেছেন নাঈম ইসলাম।
কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আকস্মিক সিদ্ধান্ত জন্ম দিয়েছে রহস্যের। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অধিনায়কত্ব পরিবর্তন করা হয়েছে আসলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজমেন্টের সিদ্ধান্তে। গতকাল দুপুর ১২টার দিকে দলের ম্যানেজার ফাহিম মুনতাসির মিরাজকে জানান, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত তিনি অধিনায়কত্ব করতে পারবেন না। এটা শুনে আকাশ থেকে পড়েন মিরাজ, জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এই ঘটনায় বিব্রত মিরাজ আজ দল ছেড়ে ঢাকায় ফিরে আসতে পারেন বলেও জানিয়েছে সূত্র।
শুধু মিরাজ নন, হঠাৎ অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্তে অবাক হয়েছেন দলের অন্য ক্রিকেটাররাও। পাঁচ ম্যাচে তিন জয়ে চট্টগ্রামই এখন বিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে। দল যখন ভালো করছে, তখন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত, বুঝতে পারছেন না কেউই। এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি দলের ম্যানেজার ফাহিম মুনতাসির। তবে চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইয়াসির আলমের দাবি, মিরাজ যেহেতু দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, তাঁর ওপর থেকে চাপ কমাতেই নাকি অধিনায়ক পরিবর্তন করার কথা বলে গেছেন নিক্সন।
দলীয় অন্য সূত্র অবশ্য বলছে, নিক্সন অধিনায়ক পরিবর্তনের ব্যাপারে কিছু বলে গেছেন বলে তাদের জানা নেই। আর যে কোচ নিজেই দলের সঙ্গে থাকবেন না, তিনি এমন একটি সিদ্ধান্ত দিয়ে যাবেন কেন! এমনকি মাঠেও নাকি মাঝেমধ্যে দলীয় পরিকল্পনার বাইরে গিয়ে বোলিং করতে বলা হয়েছে বোলারদের।