>ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল প্রদর্শনী ম্যাচে শচীন টেন্ডুলকারের মুখোমুখি হয়েছিলেন ব্রায়ান লারা
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল ঘড়ির কাঁটা পিছিয়ে গিয়েছিল।
অন্তত ‘নস্টালজিক’ সমর্থকদের কাছে তো বটেই; শচীন টেন্ডুলকার-ব্রায়ান লারার লড়াই তো এখন আর দেখা যায় না। দুই কিংবদন্তিই অবসর নিয়েছেন ক্রিকেট থেকে। নিরাপদ সড়ক ওয়ার্ল্ড সিরিজ প্রদর্শনী টুর্নামেন্টে কাল প্রথম ম্যাচে আবারও ব্যাট হাতে মাঠে নেমেছিলেন তাঁরা। লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসদের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে টেন্ডুলকারের ভারত লিজেন্ডস।
২০ ওভারের এ ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫০ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। ভারতের ইনিংসে আবারও জুটি বেঁধে ওপেন করতে দেখা গেছে অন্যতম সেরা ওপেনিং জুটি টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগকে। ১১তম ওভারে দুজন বিচ্ছিন্ন হওয়ার আগে তুলেছেন ৮৩ রান। ১১ চারে ৫৭ বলে ৭৪ রান করা শেবাগ ম্যাচসেরা। ২৯ বলে ৩৬ রান করে আউট হন টেন্ডুলকার। তাঁর এ দলে আরও ছিলেন মোহাম্মদ কাইফ, যুবরাজ সিং, ইরফান পাঠান, জহির খানরা।
লারা ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ১৭ রান করে আউট হন। তাঁকে তুলে নেন পাঠান। ৪১ বলে ৬১ রান করে আউট হন শিবনারায়ন চন্দরপল। লারার দলে খেলেছেন কার্ল হুপার, রিডলি জ্যাকবস, পেদ্রো কলিন্স, টিনো বেস্ট, ড্যারেন গঙ্গারা। স্পিনার সুলেমান বেনকে টেন্ডুলকার টানা তিন বলে তিন চার মারলে ওয়াংখেড়ে ‘শচীন, শচীন’ রব ওঠে। এ যেন সেই পুরোনো দিনগুলোর মতো! ডাউন দ্য উইকেট, ড্রাইভ, কাট, পুল ও আপারকাটে নিজেদের ফেলে আসা সময়কে মনে করিয়ে দেন শেবাগ-টেন্ডুলকার জুটি।
টস জিতে টেন্ডুলকার বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর নীরবতা নেমে এসেছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সবাই যে টেন্ডুলকারকে ব্যাট করতে দেখতে চায়! বয়সের ভারে ন্যুজ এসব সাবেক ক্রিকেটার বল করতে একটু বেশি সময়ই নিয়েছেন। ২০ ওভার বল করতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে ভারত লিজেন্ডস বোলারদের। খেলা শেষে টেন্ডুলকারকে নিয়ে মজাও করেছেন শেবাগ, ‘শুরুতে সে আমাকে বলেছিল ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নেবে না। কিন্তু মাঠে নেমেই দ্রুত সিঙ্গেলস নিতে শুরু করল; এটাই হলো শচীন। সে দারুণ কিছু শট খেলেছে। দেখে মনে হয়নি অনেক দিন ক্রিকেট খেলে না।’