টি-টোয়েন্টি বিশ্বকাপ: রেকর্ড

গেইল ও ছক্কাবৃষ্টি

bongos
bongos

For more cricket videos go to www.bongocricket.com.

২০ ওভারের ক্রিকেটের আন্তর্জাতিক সংস্করণে এখন সেঞ্চুরিও ঠিক ২০টি। পরশু ২০তম সেঞ্চুরিটি করলেন সেই ক্রিস গেইল, যাঁর ব্যাট থেকেই এসেছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরিটি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরিটা পেয়েছিলেন ক্রিস গেইল। মজার ব্যাপার, ওই ম্যাচটি ছিল আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টির ২০তম ম্যাচ। ওই ম্যাচে ৫৭ বলে ১১৭ রান করার পথে ১০টি ছক্কা মেরেছিলেন গেইল। ৪৬ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র গত পরশুই আবার দুই অঙ্ক ছুঁল গেইলের ছক্কার সংখ্যা (১১)। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসে তাঁর চেয়ে বেশি ছয় মেরেছেন শুধু দুজন—অ্যারন ফিঞ্চ (১৪) ও রিচার্ড লেভি (১৩)।
ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা (বিভিন্ন সংস্করণে)
ওয়ানডে
১৬
রোহিত শর্মা
দল: ভারত
বিপক্ষ: অস্ট্রেলিয়া
বেঙ্গালুরু ২০১৩
এবি ডি ভিলিয়ার্স
দল: দ. আফ্রিকা
বিপক্ষ: ও. ইন্ডিজ
জোহানেসবার্গ ২০১৫
ক্রিস গেইল
দল: ও. ইন্ডিজ
বিপক্ষ: জিম্বাবুয়ে
ক্যানবেরা ২০১৫
টি-টোয়েন্টি
১৪
অ্যারন ফিঞ্চ
দল: অস্ট্রেলিয়া
বিপক্ষ: ইংল্যান্ড
সাউদাম্পটন ২০১৩
টেস্ট
১২
ওয়াসিম আকরামদল: পাকিস্তান
বিপক্ষ: জিম্বাবুয়ে
শেখুপুরা ১৯৯৬