For more cricket videos go to www.bongocricket.com.
২০ ওভারের ক্রিকেটের আন্তর্জাতিক সংস্করণে এখন সেঞ্চুরিও ঠিক ২০টি। পরশু ২০তম সেঞ্চুরিটি করলেন সেই ক্রিস গেইল, যাঁর ব্যাট থেকেই এসেছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরিটি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরিটা পেয়েছিলেন ক্রিস গেইল। মজার ব্যাপার, ওই ম্যাচটি ছিল আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টির ২০তম ম্যাচ। ওই ম্যাচে ৫৭ বলে ১১৭ রান করার পথে ১০টি ছক্কা মেরেছিলেন গেইল। ৪৬ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র গত পরশুই আবার দুই অঙ্ক ছুঁল গেইলের ছক্কার সংখ্যা (১১)। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসে তাঁর চেয়ে বেশি ছয় মেরেছেন শুধু দুজন—অ্যারন ফিঞ্চ (১৪) ও রিচার্ড লেভি (১৩)।
ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা (বিভিন্ন সংস্করণে)
ওয়ানডে
১৬
রোহিত শর্মা
দল: ভারত
বিপক্ষ: অস্ট্রেলিয়া
বেঙ্গালুরু ২০১৩
এবি ডি ভিলিয়ার্স
দল: দ. আফ্রিকা
বিপক্ষ: ও. ইন্ডিজ
জোহানেসবার্গ ২০১৫
ক্রিস গেইল
দল: ও. ইন্ডিজ
বিপক্ষ: জিম্বাবুয়ে
ক্যানবেরা ২০১৫
টি-টোয়েন্টি
১৪
অ্যারন ফিঞ্চ
দল: অস্ট্রেলিয়া
বিপক্ষ: ইংল্যান্ড
সাউদাম্পটন ২০১৩
টেস্ট
১২
ওয়াসিম আকরামদল: পাকিস্তান
বিপক্ষ: জিম্বাবুয়ে
শেখুপুরা ১৯৯৬