কলকাতা নাইট রাইডার্সের সাবেক খেলোয়াড় শোয়েব আখতারের সঙ্গে শাহরুখ খান
কলকাতা নাইট রাইডার্সের সাবেক খেলোয়াড় শোয়েব আখতারের সঙ্গে শাহরুখ খান

খেলোয়াড়েরা বসেছিলেন সোফায়, শাহরুখ খান কিট ব্যাগের ওপর

বলিউডের বাদশা তিনি। অনেকে আবার ডাকেন ‘কিং খান’। সেই শাহরুখ খানই আবার বিনয়ের অবতার; বিশেষ করে তিনি যখন কলকাতা নাইট রাইডার্সের মালিক। খেলোয়াড়দের সঙ্গে তিনি কখনোই মালিকের মতো আচরণ করেন না। কলকাতার সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান সালমান বাটের মতে, খেলোয়াড়দের সঙ্গে তাঁর সম্পর্কটা এ রকম, যেন তিনি দলটির মালিক নন, তাঁদের একজন সতীর্থ!

২০০৮ সালে আইপিএলের অভিষেক আসরে কলকাতার হয়ে খেলেছেন বাট। সেই সময় শাহরুখকে খুব কাছ থেকে দেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সেই দেখা থেকেই শাহরুখকে খুব বিনয়ী মনে হয়েছে। ক্রিকেট ডেন’স ইউটিউব চ্যানেলে ২০০৮ সালে কলকাতা দল নিয়ে স্মৃতিচারণা করেছেন বাট। সেই স্মৃতিচারণাতেই উঠে এসেছে খেলোয়াড়দের প্রতি শাখরুখের আচরণের বিস্তারিত।

কলকাতার খেলোয়াড়দের সঙ্গে শাহরুখ খান

কলকাতার ড্রেসিংরুমে শাহরুখ কী করতেন বা কীভাবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতেন, এ বিষয়ে কয়েকটি গল্প বলেছেন বাট। একটি গল্প এ রকম, ‘সব খেলোয়াড়কে শাহরুখ নিজে নাইট রাইডার্সের হেলমেট তুলে দিয়েছেন। হেলমেটগুলো ভারী ছিল। শাহরুখ খান ও জুহি চাওলা আমাদের মালিক ছিলেন। তাঁরা সবচেয়ে বড় দুটি ক্ষেত্র বলিউড আর ক্রিকেটকে এক ছাদের নিচে নিয়ে এসেছিলেন।’

খেলোয়াড়দের সঙ্গে শিরোপা উৎসব শাহরুখ খানেের

বাট ছাড়াও সেবার কলকাতা দলে খেলেছেন শোয়েব আখতার, উমর গুল ও মোহাম্মদ হাফিজ। সেবার কলকাতার একটি টিম মিটিংয়ের প্রসঙ্গ টেনে বাট বলেছেন, ‘আমাদের জন্য ভিন্ন একটা অভিজ্ঞতা ছিল সেটা। আমি ড্রেসিংরুমে শাহরুখ খানসহ একটি সভার কথা মনে করতে পারি। তিনি একটি কিট ব্যাগের ওপর বসেছিলেন আর খেলোয়াড়েরা সবাই বসেছিল সোফায়।’

শাহরুখের এমন আচরণ দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিলেন বাট। তিনি তাঁর কথা শেষ করেছেন এভাবে, ‘তিনি খুব বিনয়ী, ধরাছোঁয়ার মধ্যেই আছেন। খেলোয়াড়দের দেখভাল করেন খুব ভালোভাবে। তাঁর আচরণটা কখনোই মালিকসুলভ ছিল না।’