সর্বশেষ তিন টেস্টে চারটি সেঞ্চুরি জনি বেয়ারস্টোর
সর্বশেষ তিন টেস্টে চারটি সেঞ্চুরি জনি বেয়ারস্টোর

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং

কোহলি দশের বাইরে, দশে বেয়ারস্টো

এজবাস্টন টেস্টের পর বিরাট কোহলিকে ট্রল করে টুইট করে ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থকগোষ্ঠী ‘বার্মি আমি’। টুইটারে অ্যাকাউন্টের নামও পাল্টে ‘জনি বেয়ারস্টো বার্মি আর্মি’ রেখেছে তারা। আর এ আইডি থেকে যে ট্রলটি তারা করেছে, সেটি কোহলির মাপের ব্যাটসম্যানের জন্য নির্মমই, ‘বেয়ারস্টোর গত ২৫ দিনের রান কোহলির গত ১৮ মাসের রানসংখ্যার চেয়ে বেশি।’

ইংলিশ সমর্থকেরা নির্মম হলেও ভুল কিছু বলেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজে গত ২ জুন লর্ডসে প্রথম টেস্ট খেলে ইংল্যান্ড। সে ম্যাচে বেয়ারস্টো ব্যাটিংয়ে তেমন কিছু করতে পারেননি। ট্রেন্ট ব্রিজে ১০ জুন শুরু হওয়া দ্বিতীয় টেস্ট থেকে ‘মাইডাস টাচ’ পেয়ে যান বেয়ারস্টো। সেদিন থেকে কাল এজবাস্টন টেস্টের শেষ দিন পর্যন্ত এই ২৫ দিনে টেস্টে ছয় ইনিংসে বেয়ারস্টোর সেঞ্চুরিই চারটি, আরেকটি ইনিংস অপরাজিত ৭১ রানের। এর মধ্যে টেস্টে ব্যাটিংয়ের ধাঁচও পাল্টেছেন ইংল্যান্ড তারকা। আর কোহলি তিন সংস্করণ মিলিয়ে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেনে। স্বাভাবিকভাবেই আইসিসির র‍্যাঙ্কিংয়ে এর প্রভাব পড়েছে।

ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না বিরাট কোহলির

কাল এজবাস্টনে ইংল্যান্ডের কাছে ভারতের ৭ উইকেটে হারের টেস্টেও যে কোহলির ব্যাট হাসেনি। আর তাই আজ আইসিসি প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশের বাইরে ছিটকে পড়েছেন ভারতীয় তারকা। ঠিক কতদিন পর কোহলি শীর্ষ দশের বাইরে ছিটকে পড়লেন তা গবেষণার বিষয়। তবে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ২৫০৩ দিন, অর্থাৎ ছয় বছরেরও বেশি সময় পর।

এজবাস্টনে ভারতের দুই ইনিংসে ১১ ও ২০ রান করা কোহলির অবনমন ঘটেছে তিন ধাপ। নেমে গেছেন ১৩তম স্থানে। টেস্টে সর্বশেষ ছয় ইনিংসে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি তুলে নেওয়া ভারতের উইকেটকিপার ঋষভ পন্ত তাঁর ক্যারিয়ার–সেরা র‍্যাঙ্কিংয়ের দেখা পেয়েছেন। ছয় ধাপ উন্নতি করে পঞ্চম স্থানে উঠে এসেছেন পন্ত। আর বেয়ারস্টো ও জো রুট?

শীর্ষস্থানে জাঁকিয়ে বসেছেন জো রুট

স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন এ দুই ইংলিশ তারকা। এজবাস্টনে অপরাজিত ১৪২ রানের ইনিংস খেলা রুট ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। আর ১১ ধাপ লাফ দিয়ে কোহলির আগের জায়গাটা নিয়েছেন বেয়ারস্টো—উঠে এসেছেন দশম স্থানে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ৪৭তম স্থানে ছিলেন বেয়ারস্টো। চার টেস্ট পর তিনি এখন দশম স্থানে—২০১৮ সালের পর এই প্রথম দশম স্থানে উঠে এলেন বেয়ারস্টো।

ইংল্যান্ড দলে ফেরার পর তিন টেস্টে ১৭ উইকেট নেওয়া পেসার জেমস অ্যান্ডারসন বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন পাঁচ ধাপ লাফ দিয়ে উঠে এসেছেন ১৩ নম্বরে। টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই।

ক্যারিয়ারসেরা অবস্থানে বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম

বাংলাদেশের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে কিপটে বোলিং করেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন (২২/১, ২৭/১)। টি–টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ উন্নতি হয়েছে আকিলের। ৮ম স্থানে উঠে এসেছেন তিনি।

দ্বিতীয় টি–টোয়েন্টিতে ২ উইকেট নেওয়া বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ৩০ নম্বরে। টি–টোয়েন্টিতে শরীফুলের সেরা অবস্থান এটিই।