>দুটি প্রতিষ্ঠানের পরিচালক পদে থাকায় কোহলির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ তোলা হয়েছে।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলেছেন মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্ত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নৈতিকতা বিষয়ক কর্মকর্তা ডিকে জৈন, বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি ও প্রধান নির্বাহী রাহুল জোহরির উদ্দেশে এক মেইলে কোহলির বিরুদ্ধে অভিযোগ তোলেন সঞ্জীব।
কোহলি একই সঙ্গে তাঁর ব্যক্তিগত অর্থায়নে প্রতিষ্ঠিত বিরাট কোহলি স্পোর্টসের পরিচালক ও সহযোগী প্রতিষ্ঠান কর্নারস্টোন স্পোর্টসের পরিচালক পদে আছেন। বিসিসিআইয়ের গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি দুটি পদ দখল করে রাখতে পারেন না। সঞ্জীব তাঁর চিঠিতে লিখেছেন, ‘শ্রী বিরাট কোহলি একই সঙ্গে দুটি পদ দখল করে রেখেছেন, যা বিসিসিআইয়ের ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা অনুমোদিত আইনের বিরুদ্ধে যায়।’ তবে কর্নারস্টোন স্পোর্টস ও এন্টারটেইনমেন্ট লিমিটেডে কোনো পদে নেই কোহলি।
সঞ্জীব এর আগে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলেছিলেন শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়ের মতো সাবেক ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে। তবে তদন্ত করে এই সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।