>মঙ্গলবার লন্ডনের ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূতের বাসায় স্ত্রী আনুশকাকে নিয়েই হাজির হয়েছিলেন কোহলি। স্বাভাবিকভাবে সেখানে তোলা হয়েছিল ছবি। যে ছবিতে দেখা যায় প্রথম সারিতে কোহলির পাশে দাঁড়িয়ে আছেন আনুশকা। ছবিটি টুইটারে পোস্ট হতেই শুরু হয়ে যায় সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন হাইকমিশনারের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের অফিশিয়াল ছবিতে বিরাট-পত্নী থাকতে পারেন কি না
একটা ছবি যে কতটা সমালোচনার জন্ম দিতে পারে, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরাট কোহলি ও আনুশকা শর্মা জুটি। বিপত্তিটা ঘটেছে লন্ডনে ভারতীয় রাষ্ট্রদূতের বাসার এক অভ্যর্থনা অনুষ্ঠানে।
ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেট দলকে কিছুদিন আগেই বাসায় নিমন্ত্রণ জানিয়েছিলেন লন্ডনে নিযুক্ত ভারতের হাইকমিশনার। সেখানে স্ত্রী আনুশকাকে নিয়েই হাজির হয়েছিলেন কোহলি। অনুষ্ঠানটিতে যে অফিশিয়াল ফটোসেশন হয়, সেখানে কোহলির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন আনুশকা। এই ছবি ভারতীয় ক্রিকেট বোর্ড টুইটারে পোস্ট করতেই শুরু হয়ে যায় সমালোচনা।
প্রশ্ন ওঠে, হাইকমিশনারের সঙ্গে তোলা ভারতীয় ক্রিকেট দলের ছবিতে আনুশকা কেন? আনুশকা পার্টিতে যেতেই পারেন, কিন্তু অফিশিয়াল ছবিতে থাকবেন কেন! তিনি তো আর ভারতীয় ক্রিকেট দলের অংশ নন। ব্যাপারটি নিয়ে টুইটার, ফেসবুকে হয়েছে এন্তার সমালোচনা।
তবে এ ব্যাপারে আনুশকার পাশেই দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা বলেছে, বোর্ডের নিয়ম মেনেই এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কোহলির বলিউড অভিনেত্রী স্ত্রী, ‘যেকোনো বিদেশ সফরেই এমনটা হতে পারে। রাষ্ট্রদূত খেলোয়াড়দের সঙ্গে তাঁদের আত্মীয়স্বজনদেরও আমন্ত্রণ জানায়। সুতরাং সে কাকে নিয়ে যাবে, এটা খেলোয়াড়দের সিদ্ধান্ত। এমনকি লন্ডনেও খেলোয়াড়দের সঙ্গে স্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়। এখানে কোনো প্রটোকল ভাঙা হয়নি। ’
ভারতীয় রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রীর আমন্ত্রণেই অনুষ্ঠানে আনুশকা হাজির হয়েছিলেন বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড, ‘ ভারতীয় ক্রিকেট বোর্ড, রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রীর আমন্ত্রণে অভ্যর্থনায় হাজির হয়েছিলেন আনুশকা। আর অনুষ্ঠানটি তো ছিল রাষ্ট্রদূতের বাসাতেই, দূতাবাস কার্যালয়ে নয়।’