আইপিএলে ভারতের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি
আইপিএলে ভারতের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি

হেইডেনের প্রশ্ন

কোহলিকে বিশ্রামের পরামর্শ দেওয়া শাস্ত্রী রোহিতকেও কি তা-ই বলেছেন?

যেন যত দোষ, কোহলি ঘোষ!

আইপিএলে কোনো ক্রিকেটারের রানখরার কথা এলে কার কথা মনে পড়বে আপনার? নিশ্চিতভাবেই বিরাট কোহলি! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভারতীয় ব্যাটসম্যান রান পাচ্ছেন না, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু তাঁর রানখরা নিয়ে যত কথা হচ্ছে, অন্য তারকাদের ক্ষেত্রে কি তেমনটাই হচ্ছে?

আইপিএলে ধারাভাষ্য দিতে যাওয়া ম্যাথু হেইডেনের কথার পর প্রসঙ্গটা আবার মনে আসতে বাধ্য। রানখরা থেকে মুক্তি পেতে কোহলিকে আইপিএল থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ভারতের জাতীয় দলের সাবেক কোচ রবি শাস্ত্রী, সে প্রসঙ্গ উঠে আসতেই হেইডেনের পাল্টা প্রশ্ন—তিনি কি রোহিত শর্মার ক্ষেত্রেও একই পরামর্শ দিয়েছেন?

মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের সঙ্গে হেইডেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের কোচিং স্টাফে থাকা হেইডেন এখন আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন

দুঃস্বপ্নের একটা আইপিএল কাটছে কোহলির। এ পর্যন্ত ১২ ম্যাচে ২১৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে, গড় মাত্র ১৯.৬৩, রান তুলেছেন ১১১.৩৪ স্ট্রাইক রেটে। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি শতক পাচ্ছেন না দেখে এত দিন অনেক কথা হচ্ছিল, কিন্তু সেখানে তো তবু ৫০ বা তার বেশি রানের ইনিংস এসেছে। আইপিএলে তো শতক-অর্ধশতক দূরের কথা, রানই পাচ্ছেন না কোহলি! এবার অর্ধশতক পেয়েছেন মাত্র একটি।

সাবেক শিষ্যের এমন অবস্থা দেখেই কি না, ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী আইপিএল থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন কোহলিকে। এর পর থেকে অবশ্য কোহলির বিশ্রাম নেওয়ার পক্ষে-বিপক্ষে অনেক আলোচনাই হয়েছে।

বিরাট কোহলি ও রবি শাস্ত্রী

কোহলির বিশ্রামের প্রসঙ্গ আবার এসেছে গত পরশু আইপিএলে কোহলির বেঙ্গালুরুর সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের সময়। সেদিন ম্যাচের প্রথম বলেই আউট হন কোহলি, এবারের আইপিএলে যা তাঁর তৃতীয় ‘গোল্ডেন ডাক!’ কোহলি আউট হওয়ার পর ধারাভাষ্যকক্ষে ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে প্রসঙ্গক্রমে বললেন, কোহলির প্রতি শাস্ত্রীর বিশ্রামের পরামর্শের কথা। কিন্তু সেটি শুনেই জবাব এল ধারাভাষ্যকক্ষে ভোগলের সঙ্গী ম্যাথু হেইডেনের।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি উদ্বোধনী ব্যাটসম্যান বললেন, ‘তিনি (শাস্ত্রী) কি রোহিত শর্মার ব্যাপারেও একই কথা বলেছেন? এই ছেলেরা তো সব সময়ই ক্রিকেট খেলছে। টুর্নামেন্টগুলোও একের পর এক আসছেই। কোহলি এত বছর ধরে অসাধারণ খেলছে, সব সময় উজ্জীবিত, সব সময় আবেগের সবটুকু দিয়ে খেলছে। সেখান থেকে একটু সময়ের জন্য পিছিয়ে পড়েছে, আর তাতেই এত চাপ দেওয়া শুরু হয়ে গেছে!’

রোহিত শর্মারও আইপিএলটা কাটছে হতাশায়

হেইডেন শুধু শুধুই রোহিত শর্মার প্রসঙ্গ টানেননি। কোহলির রানখরা নিয়ে এত কথা হচ্ছে, অথচ কোহলির হাত থেকে ভারতের জাতীয় দলের অধিনায়কত্বের ভার পাওয়া রোহিতও তো রানখরায় ভুগছেন। এ পর্যন্ত ১১ ম্যাচে তাঁর রান ২০০, সর্বোচ্চ স্কোর ৪৩ রানের। গড় ১৮.১৮, স্ট্রাইক রেট ১২৫।

হার্শা ভোগলে অবশ্য তখন কেন তিনি শুধু কোহলিকে শাস্ত্রীর পরামর্শের কথা বলেছেন, সে ব্যাখ্যা দিয়েছেন, ‘আমি যে কারণে প্রসঙ্গটা এনেছি, সেটা হলো রবি ও বিরাট একে অন্যকে গত তিন-চার বছরে এত ভালো চেনে। কত টুর্নামেন্টে একসঙ্গে লড়েছে। টেস্ট ক্রিকেটে এত অসাধারণ করেছে। তিনি (শাস্ত্রী) হয়তো ওর (কোহলি) মনের ভেতরের অবস্থা ভালো বুঝতে পারছেন।’