বিপিএলে গতবার সবচেয়ে বড় তারকাদের একজন ছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম। এবার আরও অনেক তারকার আবির্ভাব হয়েছে কিন্তু ম্যাককালামকে হারিয়েছে বিপিএল। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক যে এবার ব্যস্ত বিগ ব্যাশ নিয়ে। ব্রিসবেন হিটের হয়ে ভালোই করছেন ব্যাট হাতে। তবে গতকাল আলোচনায় এসেছেন দুর্দান্ত ফিল্ডিং দিয়ে। যে ফিল্ডিং দিয়ে আবার ক্রিকেটের আইন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ম্যাককালাম।
সিডনি সিক্সার্সের হয়ে ব্যাট করছিলেন জেমস ভিন্স। ১৭তম ওভারে লং অফ দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন ভিন্স। দৌড়ে আসা ম্যাককালাম লাফ দিয়ে বলটা ছুড়ে দিয়েই মাটিতে পড়ে যান। সীমানার ওপারে গিয়ে দেখেন বলটা সীমানার ওদিকেই যাচ্ছে। অমন অবস্থায় ক্যাচ ধরলে ছক্কা হয়ে যাবে, সেটা বুঝে নিজেকে আবার শূন্যে ছুড়ে দিলেন ম্যাককালাম। শূন্যে থাকা অবস্থায় বলটা আবার সীমানার ভেতরে পাঠিয়ে দিয়ে নিজে পড়লেন সীমানা দড়ির ওপর। বল অন্যপ্রান্তে পড়ায় মাত্র দুই রান পেয়েছেন ভিন্স।
এত দুর্দান্ত ফিল্ডিং স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে। কতটা ক্ষিপ্র ও বুদ্ধিমান হলে অমন অবস্থায় এতটা সূক্ষ্মভাবে চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া যায়! কিন্তু এরপরই ক্রিকেটের আইন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বল আকাশে তুলে দিয়ে আবার মাঠে ফিরে এসে অনেকেই ক্যাচ ধরেন। এটা ইদানীং পরিচিত দৃশ্য হয়ে গেছে। কিন্তু ম্যাককালামের ক্ষেত্রে বল ও ফিল্ডার দুজনই মাঠের বাইরে ছিলেন। তবু ক্রিকেটের আইন অনুযায়ী এটা ছক্কা হয়নি। কারণ, ক্রিকেটের আইন অনুযায়ী বল প্রথমবার ছোঁয়ার সময় ম্যাককালাম সীমানার ভেতরেই ছিলেন এবং দ্বিতীয়বার ছোঁয়ার সময় ম্যাককালাম ছিলেন শূন্যে। ভিন্সকে তাই দৌড়ে নেওয়া ২ রানেই সন্তুষ্ট থাকতে হয়েছে।
ভিন্স আর দুই বল পরই ৭৫ রানে আউট হয়ে গেছেন। তবে শেষ পর্যন্ত তাঁর দল জিতেছে ৭৯ রানে।
ম্যাককালামের সেই ফিল্ডিং দেখে নিন: