বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান

কাল দেশে ফিরছেন সাকিব

ঢাকায় মা, শাশুড়ি ও সন্তানেরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এ অবস্থায়ও আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজের শেষ ওয়ানডেটা খেলবেন সাকিব আল হাসান।

তবে বিপর্যস্ত পরিবারের পাশে থাকতে সাকিব দেশে ফিরে যাবেন কাল।

পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ায় সাকিব দেশে ফিরে যাবেন, নাকি দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গেই থেকে যাবেন, এ আলোচনা চলছে জোহানেসবার্গের দ্বিতীয় ওয়ানডের পর থেকেই।

তৃতীয় ওয়ানডের পরের দু-এক দিনের মধ্যে বিমান টিকিট পাওয়া যাচ্ছিল না বলে একবার ওয়ানডে সিরিজ শেষ না করেই তাঁর দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা জেগেছিল।

আজ সিরিজের তৃতীয় ম্যাচে খেলবেন সাকিব

পরে বিসিবি ২৪ মার্চ এমিরেটসের একটি ফ্লাইটে সাকিবের বিমান টিকিটের ব্যবস্থা করে। ওদিকে ঢাকায় অসুস্থ স্বজনদের শারীরিক অবস্থাও কিছুটা স্থিতশীল থাকায় সাকিব সিদ্ধান্ত নেন ওয়ানডে সিরিজ শেষ করেই দেশে ফেরার। সে অনুযায়ী তাঁর জন্য টিকিটের ব্যবস্থা করে বিসিবি। সাকিব সেই ফ্লাইটেই ঢাকা ফিরছেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

দেশে ফিরে যাচ্ছেন বলে সাকিব ৩১ মার্চ থেকে ডারবানে শুরু প্রথম টেস্টে যে খেলছেন না, সেটি একরকম নিশ্চিত। আর পোর্ট এলিজাবেথে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্টের আগে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরবেন কি না, সেটি নির্ভর করছে তাঁর পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার ওপর। টেস্টে সাকিবের খেলার সিদ্ধান্তটা তাই তাঁর ওপরই ছেড়ে দিয়েছে বিসিবি।

সাকিব দক্ষিণ আফ্রিকায় থাকা অবস্থায় তাঁর অসুস্থ মা, শাশুড়ি ও সন্তানদের চিকিৎসার খোঁজখবর নিয়েছে বিসিবি এবং প্রয়োজনীয় সহযোগিতাও করেছে। সে কারণেই পরিবারের ওই অবস্থার মধ্যেও অন্তত ওয়ানডে সিরিজটা শেষ করে যেতে পারছেন সাকিব।