ভালো বিপাকেই পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এ সিরিজের জন্য আগামীকালই ইংল্যান্ডে পৌছানোর কথা সফরকারীদের। এ দলে অবশ্য প্রাথমিকভাবে ঘোষিত ১০ খেলোয়াড়ের জায়গা হয়নি। কারণ, প্রথম করোনা পরীক্ষায় পজিটিভ হওয়াটাই সফরের ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রেখেছে। এর মাঝেই কিনা সাবেক প্রধান নির্বাচক খেলোয়াড়দের যত্ন না নেওয়ার অভিযোগ তুলেছেন বোর্ডের বিরুদ্ধে।
ইনজামাম-উল-হক দাবি করেছেন, করোনা পরীক্ষায় যারা পজিটিভ হয়েছেন সেসব ক্রিকেটারদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। গত সোমবার প্রথমে জানা যায় শাদাব খান, হারিস রউফ ও হায়দার আলীর করোনা সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু পিসিবি মূল ধাক্কা খায় পরদিন। যখন মোহাম্মদ হাফিজ, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ওয়াহাব রিয়াজ, ইমরান খান, মোহাম্মদ হাসনাইন ও কাশিফ ভাট্টিও পরীক্ষায় করোনা পজিটিভ হন। আজ আবার দ্বিতীয় পরীক্ষায় এঁদের মধ্যে হাফিজ, রিয়াজ, জামান, শাদাব, রিজওয়ান ও হাসনাইন নেগেটিভ প্রমাণিত হয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম দাবি করেছেন, ‘যাদের করোনা হয়েছে তাদের মনে হতেই পারে এই কঠিন সময়ে পিসিবি তাদের সাহায্য করছে না। আমার কিছু সূত্র জানিয়েছে, পিসিবির চিকিৎসক দল নাকি এই খেলোয়াড়দের ফোন ধরছেন না গত কয়েকদিন ধরে। এটা খুবই বাজে আচরণ।’
এর মাঝে মোহাম্মদ হাফিজ নিজে করোনা পরীক্ষা করে আলোচনায় এসেছেন। ইনজামামের ধারণা, বোর্ড যদি ঠিকভাবে সব কিছু না সামলায় তাহলে এমন কিছুই ঘটার কথা, ‘আমি পিসিবিকে বলব এসব খেলোয়াড়কে দেখে রাখতে। সেটা না করলেই হাফিজের করোনা পরীক্ষা করার মতো ঘটনা ঘটবে। বোর্ডের উচিত ছিল যাদের করোনা পজিটিভ এসেছে তাদের জাতীয় ক্রিকেট একাডেমিতে রাখা, কারণ সেখানে যথেষ্ট জায়গা আছে। ওদের নিজ নিজ বাড়িতে থাকতে বলার দরকার ছিল না। ওরা আমাদেরই খেলোয়াড় এবং ওদের দেখভাল করা উচিত যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে।’