শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলের সঙ্গে থাকতে পারছেন না খালেদ মাহমুদ।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলের সঙ্গে থাকতে পারছেন না খালেদ মাহমুদ।

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিসিবি পরিচালক ও শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ।

গতকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও যোগ দেননি তিনি। মাহমুদ বাসাতেই আইসোলেশনে আছেন। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, ঘরের মাঠে সিরিজ বলে মাহমুদের জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন নেই।

গত কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন মাহমুদ। সতর্কতার জন্য বাসাতেই আইসোলেশনে ছিলেন তিনি। ঈদের ছুটির পর ১৮ মে থেকে জাতীয় দলের অনুশীলনে তাঁকে দেখা যায়নি। তবে এর আগে শ্রীলঙ্কা সফর থেকে ফেরার পর দুবার করোনা পরীক্ষা করিয়ে দুবারই নেগেটিভ হন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

শ্রীলঙ্কা সফর থেকে ফিরে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছিলেন খালেদ মাহমুদ।
ফাইল ছবি: প্রথম আলো

জাতীয় দলের সাপোর্ট স্টাফদের একজনের অসুস্থতার খবর পাওয়া গেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে আইসোলেশনে ছিলেন তিনি। তবে করোনা পজিটিভের খবর পাওয়া যায়নি কারও।

গত কয়েক দিন আইসোলেশনে থাকার পর আজ সাপোর্ট স্টাফদের সবাইকেই দেখা গেছে জাতীয় দলের অনুশীলনে।

কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন খালেদ মাহমুদ।

এদিকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলের ক্রিকেটারদের আজ আরেক দফা করোনা পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত প্রতিটি পরীক্ষায় দুই দলের সবাই নেগেটিভ হয়েছেন।