২০১৯ সালটা দারুণ কেটেছে ভারতীয় পেসার দীপক চাহারের। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে নতুন বলে দারুণ ধারাবাহিক ছিলেন এই তরুণ। কিন্তু বছরের শেষে এসে চোটের কারণে ছিটকে পড়েন ২৭ বছর বয়সী চাহার।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের সময়ও চোটের সঙ্গে লড়াই করেছেন তিনি। আইপিএলের মাঝামাঝি সময় চাহারের ক্রিকেটে ফেরার কথা ছিল। করোনাভাইরাসের কারণে ২৯ মার্চ থেকে শুরু হওয়া আইপিএল পিছিয়ে গেছে ১৫ এপ্রিল পর্যন্ত।
খেলা পিছিয়ে যাওয়ায় বরং খুশি এই ডানহাতি পেসার। এখন চোট থেকে সেরে ওঠার সময় পাচ্ছেন তিনি। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেছেন, ‘এই করোনাভাইরাস সমস্যা আমাকে অতিরিক্ত সময় দিয়েছে। আইপিএল সময় মতো শুরু হলে আমি শুরুর দিকের কিছু ম্যাচ খেলতে পারতাম না।’
চাহার আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফরম্যান্স দিয়ে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন। আবার আইপিএল দিয়েই আগামী টি-টোয়েন্টির বিশ্বকাপের দলে জায়গা পাকা করতে চাচ্ছেন।