রং বে রং

ওরা তিনজন

বাংলাদেশের হারুনুর রশিদ, শ্রীলঙ্কার রুমেশ রত্নানায়েকে ও আরব আমিরাতের ফাহাদ আলহাশমি—এই তিনজন কখনো একে অপরের বিপক্ষে খেলেননি। কিন্তু এশিয়া কাপ তিনজনকে দাঁড় করিয়েছে এক কাতারে। এই টুর্নামেন্টে তিনজনই খেলেছেন মাত্র দুটি করে ম্যাচ। তিনজনেরই রান ০! হারুনুর রশিদের দুর্ভাগ্য, তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারও থেমে গিয়েছে এই দুই ম্যাচেই।

গ্রন্থনা: ফেরদৌস রহমান