জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দুর্দান্ত গেছে তামিম ইকবালের। এবার টি-টোয়েন্টি সিরিজটা রাঙানোর পালা। অবশ্য গত কিছুদিনে টি-টোয়েন্টিতে তামিমের ব্যাটিংয়ের ধরন নিয়ে অনেক কথাই হয়েছে। তবে মাহমুদউল্লাহ আশাবাদী, যে ছন্দে আছেন বাঁ হাতি ওপেনার, সেটি ধরে রাখতে পারলে এ সিরিজেও সেঞ্চুরি পাবেন তিনি।
টেস্ট-ওয়ানডে শেষে এবার ২০ ওভারের ম্যাচে মনোযোগ বাংলাদেশের। দুই সংস্করণে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া মাহমুদউল্লাহরা টি-টোয়েন্টি সিরিজ জিতে প্রাপ্তির খাতাটা পরিপূর্ণ করতে চান। সেটি করতে হলে ওপেনার হিসেবে এ সিরিজেও অগ্রণী ভূমিকা রাখতে হবে তামিমের। ওয়ানডেতে ছন্দে ফিরেছেন। টি-টোয়েন্টিতে তাঁর ব্যাটিংয়ের ধরন নিয়ে ওঠা প্রশ্নের উত্তর দেওয়ার সময় এবার।
বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য চিন্তিত নন এ নিয়ে। তিনি বরং আশাবাদী ওয়ানডের ছন্দটা তামিম টেনে আনবেন টি-টোয়েন্টিতেও, ‘ওর স্ট্রাইকরেট নিয়ে অনেক কথা হয়েছে। আমার মনে হয় সে যদি তার মতো ব্যাটিং করতে পারে, এই সিরিজে সেঞ্চুরি করার সামর্থ্য আছে। এসব নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। তামিম খুব ভালো ছন্দে আছে। টি-টোয়েন্টিতে আমাদের সর্বোচ্চ রানসংগ্রাহক। সে কীভাবে ব্যাটিং করবে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। পিচ বুঝে ব্যাটিং করবে, সেটা হলেই যথেষ্ট।’
এখনো পর্যন্ত বাংলাদেশ খেলেছে ৯৪ টি-টোয়েন্টি। সংক্ষিপ্ততম সংস্করণে ১০০ ছুঁই ছুঁই ম্যাচ খেলে ফেললেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মাত্র একজন ছুঁতে পেরেছেন তিন অঙ্ক। ২০১৬ বিশ্বকাপে ওমানের বিপক্ষে তামিম করেছিলেন ১০৩*। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলছেন, ব্যাটসম্যানরা যে ছন্দে আছেন, এই সিরিজেই ঘুঁচতে পারে সেঞ্চুরি-খরা, ‘যেভাবে তামিম-লিটন ব্যাটিং করছে আমি খুব আশাবাদী খুব সাবলীল ব্যাটিং করে তারা সেঞ্চুরি করেছে। তারা যদি নিজেদের এভাবে খেলতে পারে, সেঞ্চুরি (টি-টোয়েন্টিতে) আর বকেয়া থাকবে না।’