ইনিংসের ৩২তম ওভারের খেলা চলছিল। প্রাইম ব্যাংকের এনামুল হক তখন ৯৪ রানে অপরাজিত। রৌদ্রোজ্জ্বল দিনে ইউল্যাব মাঠে ওই সময়কেই মোহামেডানের বোলারের ওপর চড়াও হওয়ার জন্য বেছে নিলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় শতকটা হয়তো ছক্কা মেরেই ছুঁয়ে ফেলার চেষ্টা করলেন।
৩২তম ওভারে শুভাগত হোমের দ্বিতীয় বলটাও ছিল ছক্কা মারার মতো। মাঝ ক্রিজে ফেলা বলটি সহজেই সীমানাছাড়া করতে পারতেন, কিন্তু হলো উল্টোটা। মিড উইকেট বাউন্ডারিতে রনি তালুকদারকে সহজ ক্যাচ দিয়ে এনামুলের দারুণ ইনিংসের সমাপ্তি ঘটে। তাঁর দল প্রাইম ব্যাংক ম্যাচজুড়ে দেখিয়েছে দাপট। ইনিংসের ৩ বল বাকি থাকতে অলআউট হলেও প্রাইম ব্যাংক করেছে ৩১২ রান। তাড়া করতে নামা মোহামেডান হেরেছে ১২৭ রানে।
ম্যাচসেরা হয়েছেন এনামুলই। কিন্তু একটুর জন্য ঢাকা প্রিমিয়ার লিগে রান সংগ্রাহকের তালিকার চূড়ায় ওঠা হলো না এনামুলের। ৬ ইনিংসে ৫৬৮ রান করে নাঈম ইসলাম এখনো শীর্ষে আছেন। দুটি শতক ও তিনটি অর্ধশতকে ৫৬৬ রান করে এনামুল দ্বিতীয়।
এ তো গেল এনামুলের ব্যক্তিগত অর্জনের কথা। ২৯ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যানের ইনিংসে ভর করে প্রাইম ব্যাংকও ম্যাচজুড়ে দেখিয়েছে দাপট। অর্ধশত করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন (৬০)।
যা তাড়া করতে রীতিমত হিমশিম খেয়েছে মোহামেডান। সৌম্য সরকার বোলিংয়ে ৪ উইকেট নিলেও ব্যাট হাতে আবারও ব্যর্থ হন। রানে থাকা ওপেনার রনি তালুকাদারও দীর্ঘ ইনিংস খেলতে পারেননি। রবিউল হকের নতুন বলের দুর্দান্ত স্পেলে আউট হন মোহামেডানের এ দুই উদ্বোধনী ব্যাটসম্যান। মাঝের ওভারে মাহমুদউল্লাহ ও মোহাম্মদ হাফিজ চেষ্টা করেও মোহামেডানকে জেতাতে পারেননি। ১০ ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে মোহামেডানের ব্যাটিংয়ে ধস নামান বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। তাতে ৩৮.৩ ওভার খেলে ১৮৫ রানে অলআউট হয় মোহামেডান।
বিকেএসপিতে দিনের আরেক ম্যাচে রকিবুলেরই অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ তানজিম হাসানের ফাস্ট বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে ব্রাদার্স ইউনিয়ন। ৯.৩ ওভার বল করে ৫৫ রান দিয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকার করেছেন আবাহনীর তানজিম। তানজিমের বোলিংয়ের তোপে পড়ে ব্রাদার্স অলআউট হয় ২১৯ রানে।
আবাহনী সেই রান তাড়া করে ১১.১ ওভার ও ৬ উইকেট হাতে রেখে। দলটির ভারতীয় ব্যাটসম্যান হনুমা বিহারি ১১৫ বল খেলে ১১২ রান করে অপরাজিত ছিলেন। অধিনায়ক মোসাদ্দেক হোসেন ৫৯ রান করে আউট হন। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে অপরাজিত ২৪ রানের ইনিংস।