এ সময়টা তাঁদের থাকার কথা ছিল মাঠে। আইপিএলে দুজনই মুম্বাই ইন্ডিয়ানদের হয়ে প্রতিপক্ষের বুকে ত্রাস সৃষ্টি করার কথা ছিল রোহিত শর্মা ও যশপ্রীত বুমরার। কিন্তু করোনা ভাইরাস তাঁদের ঘরেই আটকে রেখেছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করেই দিন কাটছে তাঁদের। এমনই এক মাধ্যমে রোহিতের এক বছরের কন্যার ক্রিকেট দক্ষতার প্রমাণ পাওয়া গেল গতকাল।
সবাইকে সে দক্ষতার কথা অবশ্য জানিয়েছেন বুমরা। তাঁর শেয়ার করা একটি ভিডিওতে রোহিত ও তাঁর এক বছরের কন্যা সামাইরাকে দেখা গেল প্রথমে। এমন অসময় রোহিতের স্ত্রী রিতিকা সামাইরা ডেকে বললেন, ‘দেখাও তো বুম-বুম (বুমরা) কী করে?’ সামাইরা তখন নিজের এক হাত তুলে বুমরার অনন্য সেই স্লিঙ্গিং অ্যাকশন নকল করে দেখানোর চেষ্টা করে। বুমরার বোলিং যে এক বছরের সামাইরাকেও ভক্ত বানিয়ে দিয়েছে সেটা বোঝাই যায়।
সে ভিডি নিজের ইনস্টাগ্রামে দিয়েছেন বুমরা। আর সঙ্গে লিখে দিয়েছেন, ‘রোহিত, রিতিকা, আমার তো মনে হয়, সে আমার চেয়েও ভালো পারে এটা। আমি অনায়াসে বলতে পারি, সামাইরা আমার যত বড় ভক্ত, আমি তার চেয়েও বড় ভক্ত ওর।’
ভারতজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এর মাঝে সময় কাটাতে এভাবেই ইনস্টাগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপে সময় কাটাচ্ছেন তারকারা।