ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে শতকের পর জো রুটের উদ্‌যাপন
ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে শতকের পর জো রুটের উদ্‌যাপন

এক পায়ে ব্যাটিং অনুশীলন করেন জো রুট

জো রুটের রানের রথ যেন ছুটছেই। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে ১৭৬ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটসম্যান। চারদিকে চলছে রুটের প্রশংসাগাথা। ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে পাওয়া শতকটা রুটের টেস্ট ক্যারিয়ারে ২৭তম। ২০২১ সালের শুরু থেকে এটা তাঁর দশম শতক।

রুটের এমন ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা। এর মধ্যেই রুটের অন্য রকম একটি অনুশীলন নিয়ে কথা বলেছেন তাঁর বাবা ম্যাট। করোনাভাইরাস মহামারির সময় তিনি নাকি এক পায়ে দাঁড়িয়ে ব্যাটিং অনুশীলন করেছেন!

ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট

বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল প্রোগ্রামে ম্যাট বলেছেন, ‘কোভিডের সময়ে জো একাডেমির বোলিং মেশিনের সামনে যেত। সেখানে সে এক ঘণ্টা এক পায়ে দাঁড়িয়ে ব্যাটিং করত। এটা দেহের ভারসাম্য আনতে। ওর এই অনুশীলন করার একটা ভিডিও কোথায় যেন আছে।’

ট্রেন্ট ব্রিজে রুটের ইনিংসটির অন্য রকম একটা মাহাত্ম্যও আছে। ২১১ বলে খেলা ইনিংসটিতে তিনি বাউন্ডারি মেরেছেন ২৬টি, ছয় মাত্র একটি। সেদিক থেকে বলা যায়, ৩৫৩ মিনিটের ইনিংসটিতে অসাধারণ ধৈর্য নিয়ে ব্যাটিং করেছেন। বাতাসে ঝুঁকিপূর্ণ শট খেলতে চাননি তিনি।

লম্বা সময় রুটের ক্রিজে থাকা নিয়ে ম্যাট বলেছেন, ‘জো ব্যাটিং করতে ভালোবাসে। সেই ছোটবেলা থেকেই ওকে কেউ বোলিং করলে ব্যাটিং করে যেত। সে এটা করতে ভালোবাসে।’