বিপিএলের প্রথম ম্যাচই হলো লো স্কোরিং। মিরপুরের উইকেট নিয়ে সেই পুরোনো কথাই বলল দুই দল রংপুর ও চিটাগং। রংপুরের রবি বোপারার ভবিষ্যদ্বাণী, তাদের দুই বিস্ফোরক ব্যাটসম্যান গেইল-ডি ভিলিয়ার্স চট্টগ্রাম-সিলেটে ঝড় তুলবেন। কিন্তু মিরপুরে কী হবে সেটি বলতে পারলেন না
বিপিএলের শুরুতেই বিপত্তি বেলুন নিয়ে! দুপুরে ম্যাচের আগে কনফেত্তি আর বেলুন উড়িয়ে ষষ্ঠ বিপিএলের উদ্বোধনী ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন। শত শত বেলুনের মধ্যে একটি আটকে গেল স্পাইডারক্যামের তারে। খানিকক্ষণ অচল থাকল স্পাইডারক্যাম। বেলুন-সমস্যার সমাধান করা গেলেও রংপুর-চিটাগং ম্যাচে বড় ধাঁধা হয়ে গেল মিরপুরের উইকেট।
এ আর নতুন কী! গত বিপিএলেই ভীষণ হইচই হয়েছে মিরপুরের উইকেট নিয়ে। তামিম ইকবাল উইকেট নিয়ে অপ্রিয় সত্য কথা বলতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানাও গুনেছেন। এবার বিপিএল শুরুতেও আলোচনায় সেই মিরপুরের উইকেট। উদ্বোধনী ম্যাচই হলো লো স্কোরিং। এখানে অবশ্য উইকেটের দায় কতটা আর ব্যাটসম্যানরা কত দায়ী, সেটি নিয়ে আলোচনা হতে পারে। তবে দুই দলই বলছে, ব্যাটসম্যানরা কম ভুল করলেও এ উইকেটে ১২০-১৩০ রানের বেশি হতো না।
রংপুরের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা রবি বোপারা যেমন বললেন, ‘আমি মনে করি আমরা আরও কিছু রান তুলতে পারতাম এই উইকেটে। এখানে ১৩০ চ্যালেঞ্জিং স্কোর। এই উইকেটে শট খেলা কঠিন। বিশেষ করে মিরপুরে, উইকেট সব সময়ই অননুমেয়। জানি সিলেট ও চট্টগ্রামে বড় স্কোর হয়। সেখানে আপনি ১৭০-২০০ রান করতে পারবেন। আপনি যদি এখানে ১৫০ রানও করেন প্রতিপক্ষের জন্য ভীষণ কঠিন।’
রংপুরের দেওয়া ৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিজয়ী দল চিটাগং ভাইকিংসের ঘাম ছুটে গেছে। রংপুরের ব্যাটিং ধসিয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রবি ফ্রাইলিঙ্ক। ম্যাচসেরা চিটাগংয়ের প্রোটিয়া পেসারও রংপুরের রবির কথাটাই বললেন, ‘মনে করি না এটা ৯৯ রানের উইকেট। ১২০-১২৫ ভালো স্কোর এখানে। যদি রবি (বোপারা) কোনো সঙ্গী পেত, ওরা ১২৫ করতে পারত। আমাদের বোলাররা ভালো করেছে, ওদের ৯৯ রানে আটকে ফেলেছে। সেটি আমরা পরে টপকে গেছি।’
প্রশ্ন হতে পারে, চার-ছক্কার ম্যাচে ১২০-১৩০ কোনো স্কোর হলো? রংপুর অবশ্য আশাবাদী, তাঁদের দুই বিস্ফোরক ব্যাটসম্যান দলে যোগ হলে বড় স্কোর দেখবেন দর্শকেরা। ক্রিস গেইল এসেই পৌঁছেছেন আজ সকালে। আগামী ম্যাচ থেকে পাওয়া যাবে তাঁকে। এবি ডি ভিলিয়ার্স যোগ দেবেন সিলেট-পর্বে ।
দুই বিস্ফোরক ব্যাটসম্যান যোগ দিলে প্রতিপক্ষ বোলারদের যে ঘুম হারাম হতে পারে, প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন বোপারা। তবে খেলাটা যদি হয় মিরপুরে, রংপুরের ইংলিশ অলরাউন্ডার কোনো ভবিষ্যদ্বাণী করতে পারলেন না, ‘গেইল ও ডি ভিলিয়ার্স দুজনই বিশ্বমানের ব্যাটসম্যান, প্রতিপক্ষের জন্য ভীতিকর। এবি ডি ভিলিয়ার্স ছয় ম্যাচ পরে আসবে। জানি পরের পর্ব সিলেট ও চট্টগ্রামের ভালো উইকেটে খেলা হবে। এটা আমাদের জন্য ভালো সংবাদ। কারণ, সে (এবি) ভালো উইকেটে খেলে থাকে। অবশ্য একমাত্র ঈশ্বর জানে এখানে (মিরপুরে) কী হবে। ডি ভিলিয়ার্স যদি চট্টগ্রামে সেট হতে পারে, তবে বোলারদের জন্য শুভকামনা।’