আজ ব্যাটসম্যানদের পারফরম্যান্স হতাশাজনক ছিল
আজ ব্যাটসম্যানদের পারফরম্যান্স হতাশাজনক ছিল

উইকেট পড়তেই ভুল করেছে বাংলাদেশ

সিরিজের আগের তিন ম্যাচেও বাংলাদেশের সমস্যা বলতে গেলে ছিল ব্যাটিংই। তবে মোটামুটি লড়াই করার মতো স্কোরকে বোলাররা বানিয়ে ফেলেছিলেন যথেষ্টর চেয়েও বেশি কিছু। চতুর্থ ম্যাচে এসে সিরিজে নিজেদের সর্বনিম্ন স্কোরে আটকে যাওয়ার পর বোলারদের কাজটা হয়ে পড়েছিল আরও কঠিন।

মাঝে নাটকীয়ভাবে লড়াইয়ে ফিরলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রথম জয় আটকাতে পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ স্বাভাবিকভাবেই দায় দেখছেন ব্যাটিংয়ের। তবে বলছেন, উইকেটই ঠিকঠাক বুঝতে পারেনি তাঁর দল।

সাকিব আজ অনেক ধীরে ব্যাট করেছেন

সিরিজের আগেও মাহমুদউল্লাহ বলেছিলেন, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। চতুর্থ ম্যাচ হলো ব্যবহৃত উইকেটে, এ উইকেটেই হয়েছিল দ্বিতীয় ম্যাচটা। তবে টসে জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশ আটকে গেছে আগেভাগেই। মাহমুদউল্লাহ বলছেন, উইকেট পড়তেই ভুল করে ফেলেছেন তাঁরা, ‘এই মাঠে রান তাড়া করা সব সময়ই কঠিন। তাই আমরা আগে ব্যাট করেছি। আমরা মনে হয় উইকেট ভালোমতো বুঝতে পারিনি। এই উইকেটে ১২০ রান হলে ভালো হতো। আমরা ১০-১৫ রান কম করেছি।’

শুরুতে ২৪ রানের দুটি জুটি এলেও এরপর আর কোনো জুটিই পেরোতে পারেনি বিশের ঘর। শেষ দিকে আফিফ হোসেন (১৭ বলে ২০ রান) ও মেহেদী হাসানের (১৬ বলে ২৩) ক্যামিও ছাড়া নেই কোনো উল্লেখযোগ্য ইনিংসও। মাহমুদউল্লাহ বলছেন, ব্যাটিংয়ে সুযোগ হাতছাড়া করেছে তাঁর দল, ‘আজকের উইকেট এই সিরিজের সবচেয়ে কঠিন উইকেট ছিল। আমরা এখান থেকে তেমন কিছু নিতে পারিনি। ব্যাটিংয়ের সময় যে সুযোগ পেয়েছি, সেটার সুবিধা নিতে পারিনি।’

অবশ্য বোলিংয়ে সাকিবের এক ওভারে ড্যান ক্রিস্টিয়ানের ঝড়ে বদলে গিয়েছিল দৃশ্যপট। এরপর নাটকীয় ধসে চাপে পড়লেও ম্যাচ বের করে নিয়েছে অস্ট্রেলিয়া। মাহমুদউল্লাহর মতে, সাকিবের ওই ওভারেই বদলে গেছে ম্যাচের চিত্র, ‘সাকিবের ওভারটা গুরুত্বপূর্ণ ছিল। ওই ওভারে উইকেট পেলে পরিস্থিতি পাল্টে যেত। ড্যান ক্রিস্টিয়ান ক্রিজে এসেই দ্রুত রান করেছে, টানা ৪ ছক্কা (আসলে টানা ৩) মেরেছে। টি-টোয়েন্টি ম্যাচে এমন হতে পারে। আমরা জানি, সাকিব চ্যাম্পিয়ন বোলার। সে ভালোভাবেই ঘুরে দাঁড়াবে।’

শুরুতে দ্রুত রান তুলতে না পারা চাপ বাড়িয়েছিল

পুঁজি কম হলেও মোস্তাফিজকে ফিরতি স্পেলে একটু দেরি করেই এনেছেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত ৪ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নিলেও আজ আর বাংলাদেশকে পার করাতে পারেননি মোস্তাফিজ। মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত লড়াইয়ে থাকতে চেয়েছিলেন, ‘মোস্তাফিজের দুটি ওভার রেখে দিয়েছিলাম শেষের জন্য। কারণ, আমাদের স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিল না। কিন্তু ব্যাটসম্যানরা পারফর্ম করেনি। তবে এর মাঝেও বোলাররা ভালো করেছে। এই রান নিয়েও খেলাটা আমরা ১৯তম ওভারে এনেছি। তবে ব্যাটসম্যানদের আরও সতর্ক ও বুদ্ধিদীপ্ত ব্যাটিং করতে হবে।’