আজ পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনাভাইরাস মহামারিতে সাবধান থাকার পরামর্শও দিয়েছেন তারা। সাকিব আল হাসান যেমন মনে করিয়ে দিলেন ঘরে থেকে ঈদ উদ্যাপন করার কথা।
ভারত থেকে আইপিএল খেলে দেশে ফেরায় ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হচ্ছে সাকিব ও মোস্তাফিজুর রহমানকে। পরিবার-পরিজন ছেড়ে হোটেলকক্ষে অলস সময় পার করছেন সাকিব। দেশে ফিরে দুবার করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় ১৮ মে থেকে শ্রীলঙ্কা সিরিজের জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারবেন সাকিব তিনি।
করোনার কারণে এবার ঈদের আনন্দ মাটি হলেও দেশের ক্রিকেটপ্রেমীদের কথা ভোলেননি সাকিব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে সাকিব লিখেছেন, ‘এই ঈদে, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদ্যাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক!’
জাতীয় দলের তারকা ব্যাটসম্যান ও উইকেটকিপার মুশফিকুর রহিম ঈদে সাহাবারা একে-অপরকে যা বলে শুভেচ্ছা বিনিময় করতেন, সেই দোয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।
ওপেনার সৌম্য সরকারও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। করোনায় সাবধান থাকার কথাও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি, ‘ঈদ মোবারক। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে নিরাপদে ঈদ করুন।’
সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে নিজের একটি পোস্টার পোস্ট করে লিখেছেন ‘ঈদ মোবারক।’ পোস্টারে তাঁর ছবির পাশে লেখা, ‘ঈদের আনন্দে পরিপূর্ণ হোক আপনার ঘর। ফিরে আসুক আবার চিরায়ত উৎসবের ঈদ আমাদের জীবনে।’
করোনা মহামারির মধ্যে সবাই যে স্বস্তি এবং উৎসবের আবহে ঈদ উদ্যাপন করতে পারছেন না এবং এমন সুসময় ফিরে পাওয়ার প্রত্যাশায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদউল্লাহ।
নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে দারুণ বল করা পেসার তাসকিন আহমেদ নিজের ফেসবুক ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: ঈদ মোবারক যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে নিরাপদে ঈদ করুন।’
নীল পাঞ্জাবি ও রোদ চশমা পরা একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে জাতীয় দলের পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘ঈদ মোবারক।’ স্পিনার মেহেদী হাসান মিরাজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘এই ঈদ গোটা মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনুক যেন আমরা সবাই শান্তি ও প্রীতির সম্মিলনে পথ চলতে পারি।’