দীর্ঘ খেলোয়াড়ি ক্যারিয়ারে হরেকরকম চোটই তো পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর খেলছেন শুধু আইপিএলে। ৪০ বছর বয়সেও খেলাধুলার মধ্যে যেহেতু আছেন, তাই চোট পাওয়া অস্বাভাবিক কিছু নয়।
সাম্প্রতিক সময়ে হাঁটুর চোটে ভুগছেন ভারতীয় কিংবদন্তি। তা ধোনির মতো তারকা চোট পেলে কোথায় যাওয়া উচিত? অবশ্যই সে চোটের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে, আর দেশের বাইরে যাওয়াও বিচিত্র কিছু নয়। কিন্তু ধোনি সে পথে হাঁটেননি, তবে যে পথে হেঁটেছেন, সেটিও চমকে দেওয়ার মতো।
ভারতের সাবেক অধিনায়ক হাঁটুর চোট সারাতে ধরনা দিয়েছেন নিজের জন্মভূমি রাঁচিতে গ্রামের গাছতলায় বসা এক কবিরাজের কাছে।
ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, রাঁচি থেকে ৭০ কিলোমিটার দূরে কাটিংগকেলায় লাপাং অঞ্চলে ২৮ বছর ধরে কবিরাজি চিকিৎসা দিচ্ছেন বৈদ্য বন্ধন সিং খারওয়ার। তাঁর কাছে গত তিন মাস চিকিৎসা নিয়ে সুফল পেয়েছেন ধোনির বাবা–মা। বনজ ঔষধি গাছ–গাছড়া দিয়ে চিকিৎসা দেন এই কবিরাজ। বাবা–মা সুফল পাওয়ার পর এই কবিরাজের দ্বারস্থ হয়েছেন ধোনিও।
দুই হাঁটুতেই ব্যথার সমস্যায় ভুগছেন ভারতের সাবেক এই উইকেটকিপার। বন্ধন সিং জানিয়েছেন, হাঁটুতে ক্যালসিয়ামের ঘাটতির কথা ধোনি তাঁকে জানানোর পর ধোনিকে ওষুধ প্রস্তুত করে দিয়েছেন তিনি, যার প্রতি ডোজের দাম ৪০ রুপি।
বুনো গাছ–গাছড়ার ওষুধ দুধের সঙ্গে মিশিয়ে রোগীদের খাওয়ান বন্ধন সিং। প্রায় এক মাস আগে ধোনি তাঁর কাছ থেকে ওষুধ নিয়ে খেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে বন্ধন সিং জানিয়েছেন, ধোনি তাঁর কাছে চিকিৎসা নিতে আসার পর প্রথমে তাঁকে চিনতে পারেননি। ভারতে ভীষণ জনপ্রিয় এই সাবেক ক্রিকেটারকে স্থানীয় লোকজন ছেঁকে ধরার পর বন্ধন টের পান, তিনি আর কেউ নন, ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি!
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে বন্ধন সিং বলেছেন, ‘রোগ নিয়ে পরামর্শ দেওয়ার জন্য ২০ রুপি এবং ওষুধের জন্য তাঁর কাছ থেকে ২০ রুপি নিয়েছি। সে আমার কাছে আসার পর প্রথমে চিনতে পারিনি। ধোনির বাবা–মা আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।’
টুইটারে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, জমকালো আয়োজন নয়, সাধাসিধাভাবেই কবিরাজের কাছে গিয়েছেন ধোনি। তাঁর সঙ্গে গাড়ি ছিল। ভারতের সংবাদ সংস্থা আইএনএসকে বন্ধন সিং বলেছেন, ‘আর সব সাধারণ রোগীদের মতোই আমার কাছে এসেছেন ধোনি। বিখ্যাত হয়েও তাঁর কোনো অহংকার নেই। এখন প্রতি চার দিন পর পর ধোনির আসার খবর শুনে তাঁর ভক্তরা এখানে জমায়েত হন। সে কারণে এখন তিনি গাড়িতে বসেই ওষুধ নেন।’