>আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে রশিদ খানের কাছে শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান
হাসপাতালে সাকিব আল হাসানের শুয়ে থাকার ছবিটা যে–কারও মন খারাপ করে দেবে। কেবিনের টিভিতে অসহায় চোখে দেখেছেন এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ দলের হার। তখন নিশ্চয়ই সাকিবের মনে হয়েছে, ইশ্! ফাইনালে যদি থাকতে পারতাম! আঙুলের চোট এবং চোটগ্রস্ত জায়গায় সংক্রমণ সাকিবকে সেই সুযোগটা দেয়নি। দেশে ফিরে হাসপাতালের কেবিনে শুয়ে জেনেছেন, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। শুধু চোটের কাছে নয়, সাকিব হারলেন আরও একটি জায়গায়। আইসিসি ওয়ানডে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে সাকিব হার মেনেছেন রশিদ খানের কাছে।
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোর পর্বের শেষ ম্যাচটা খেলতে পারেননি সাকিব। তার আগে ৪ ম্যাচে বল হাতে নিয়েছেন ৭ উইকেট। তবে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। আর রশিদ খান বল হাতে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন অপরাজিত ৫৭ রানের দারুণ এক ইনিংস। সব মিলিয়ে এশিয়া কাপের দুর্দান্ত পারফরম্যান্সেই সাকিবকে টপকে শীর্ষস্থান দখল করেছেন আফগান এই লেগ স্পিনার।
আজ আইসিসি প্রকাশিত অলরাউন্ডারদের নতুন র্যাঙ্কিংয়ে ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রশিদ। ছয় ধাপ উত্তরণ ঘটেছে তাঁর। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন রশিদ। ৩৪১ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ নিচে নেমেছেন সাকিব। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডারের জায়গা হারালেও টেস্টে শীর্ষস্থানীয় অলরাউন্ডারের আসনটা সাকিব এখনো ধরে রেখেছেন।
এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছেন মুশফিকুর রহিম আর মোস্তাফিজুর রহমানও। ওয়ানডেতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার–সেরা ১৬তম অবস্থানে উঠে এসেছেন মুশফিক। আর বোলারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ উন্নতি ঘটিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন মোস্তাফিজ।