বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম
বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম

‘আমার কাছে কিছু প্রমাণ আছে, দেখালে আপনারাই লজ্জা পাবেন’

সরাসরি কিছু না বলেও অনেক কিছুই যেন বলে দিলেন বিসিবির পরিচালক ও মহিলা উইংয়ের প্রধান শফিউল আলম! বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলমকে নিয়ে চলমান বিতর্ককে তিনি বলেছেন ‘স্পর্শকাতর ইস্যু’।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় কমনওয়েলথ নারী ক্রিকেটের বাছাইপর্বের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন জাহানারা। তাঁকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। তবে জাহানারা কীভাবে শৃঙ্খলা ভঙ্গ করেছেন, সে ব্যাপারে কিছু জানায়নি বিসিবি।

ওদিকে মালয়েশিয়া সফরের আগেই বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে লিখিতভাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিভিন্ন বিষয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন জাহানারা।

দীর্ঘ সেই চিঠিতে দলের কোচ এ কে এম মাহমুদুল ইমন ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে কয়েক খেলোয়াড়ের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন তিনি। অভিযোগ করেছেন সিনিয়র খেলোয়াড় হওয়া সত্ত্বেও তাঁকে দলে কম গুরুত্ব দেওয়ারও।

কমনওয়েলথ নারী ক্রিকেট বাছাইপর্বের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন জাহানারা

আজ মঙ্গলবার এ নিয়েই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন মহিলা উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী। সেখানে তিনি বলেছেন, ‘আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। অনেক বিষয় থাকে, যা সামনে আনলে আমাদের পুরো ক্রিকেটের, প্রমীলা ক্রিকেটের ক্ষতি হয়। এমন বিষয় আমি এড়িয়ে যেতে চাই।’

চলমান বিতর্ক নিয়ে আরেক প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘এটা স্পর্শকাতর ইস্যু। প্রত্যেকেরই নিজের জায়গা থেকে পেশাদারত্ব বজায় রাখা, দেশের স্বার্থে, ক্রিকেটকে এগিয়ে নিতে এসব বিবেচনায় নেওয়া উচিত। আমার কাছে কিছু প্রমাণ আছে, যেটা আপনাদের সামনে দেখাতে চাই না। এটা দেখালে আপনারাই লজ্জা পাবেন।’

তবে শফিউল আলম বলেন, ‘বিসিবি বিষয়টি সমাধানে অভিভাবকসুলভ মনোভাবই দেখাবে, বোর্ড, ম্যানেজমেন্ট, সংগঠক—আমাদের মাঝে তারা (খেলোয়াড়েরা) সন্তানের মতো। তারা আমাদের ছোট বোনের মতো, ছোট ভাইয়ের মতো। চলার পথে তাদের কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে। সেটা সংশোধনের জন্য আমরা সহনশীল ও অভিভাবকসুলভ মনোভাব দেখাব।’

বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী

বিসিবির প্রধান নির্বাহীর কাছে করা জাহানারার অভিযোগকে ইতিবাচকভাবে নিয়েছেন জানিয়ে শফিউল আলম যোগ করেন, ‘যাঁর (বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী) কাছে অভিযোগ করা হয়েছে, উনি বলেছেন, বিষয়টা দায়িত্ব নিয়ে দেখবেন। আশা করি, উনি বিষয়টা সুরাহা করে দেবেন। যদি আমাদের কিছু করতে হয়, সেটাও আমরা করব।’