>সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে ১৬ রানে হেরেছে শ্রীলঙ্কা
আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৮০ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। তাড়া করতে নেমে ১৬ রানে হেরেছে শ্রীলঙ্কা। হারের ব্যবধান দেখে মনে হতেই পারে লড়াই তো বটেই জয়ের পথেই ছিল সফরকারি দল। ভুল। আটে ব্যাট করতে নামা ইসুরু উদানার রেকর্ড গড়া ইনিংসটি ছাড়া শ্রীলঙ্কার এই ইনিংসে বলার মতো কিছুই নেই।
৮৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। অষ্টম উইকেটে আকিলা ধনঞ্জয়ার সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন উদানা। এর মধ্যে বাঁ হাতি পেসারের অবদান ২২ বলে ৪৪! মালিঙ্গা ও ভ্যানডার্সের সঙ্গেও যথাক্রমে ২০ ও ১৫ রানের জুটি গড়েন উদানা। অপরাজিত ছিলেন ইনিংসের শেষ পর্যন্ত, কিন্তু শেষ ৬ বলে জয়ের জন্য ৩২ রানের সমীকরণ মেলাতে পারেননি। ৯ উইকেটে ১৬৪ রানেই থেমেছে শ্রীলঙ্কার ইনিংস।
৬ ছক্কা ও ৮ চারে ইনিংসটি সাজান উদানা। খেলেছেন বলসংখ্যার (৪৮) ঠিক উল্টো ইনিংস—৮৪। উদানার পর শ্রীলঙ্কার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ অবদান পেরেরার (২২)। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আটে কিংবা তার নিচে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন উদানার। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।