>বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ফেবারিটের চোখে দেখছেন রিকি পন্টিং ও ওয়াসিম আকরাম
লর্ডসে আজ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। এ ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীরা দুভাগে বিভক্ত। কেউ নিউজিল্যান্ডের পক্ষে, কেউ আবার ইংল্যান্ডের সমর্থন দিচ্ছেন। কিংবদন্তি ক্রিকেটাররাও এর বাইরে নন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং যেমন, ইংলিশ ক্রিকেটারদের হাতে বিশ্বকাপ দেখতে পাচ্ছেন। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের বাজির ঘোড়াও ইংল্যান্ড।
বিশ্বকাপের শুরু থেকেই ইংল্যান্ডকে ফেবারিটের চোখে দেখে আসছেন পন্টিং। দুবার বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ডই জিতবে। ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগেই এ কথা বলেছি। তাদের হারানো সত্যিই অনেক কঠিন।’ এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের ভূমিকায় দেখা গেছে পন্টিংকে। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে শোচনীয়ভাবে হেরেই বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে বলে মনে করেন পন্টিং। কিন্তু আজ ফাইনালে তিনি এগিয়ে রাখছেন ইংল্যান্ডকেই।
পন্টিং বলেন, ‘টানা দুটি ফাইনাল খেলা তাদের জন্য দারুণ অর্জন। নিশ্চিতভাবেই গত টুর্নামেন্টের অভিজ্ঞতা এবার তারা কাজে লাগাবে। যেখানে ইংল্যান্ড দলের কোনো ক্রিকেটারেরই এর আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই। এসবের পরও ইংল্যান্ডকে এগিয়ে রাখছি। কারণ তারা এতটাই ভালো দল যে না জেতাটাই কঠিন।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পেসার ওয়াসিম আকরাম অবশ্য অন্য কারণে এগিয়ে রাখছেন ইংল্যান্ডকে। ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে এই ওয়াসিমের সুইংয়েই বিধ্বস্ত হয়ে হেরেছিল ইংল্যান্ড। তবে বেশ আগে থেকেই ইংল্যান্ড এ পেসারের ‘দ্বিতীয় ঘর’। আজকের ফাইনাল নিয়ে ওয়াসিমের টুইট, ‘বিশ্বকাপের দুটি আয়োজক দেশই অনেক পাকিস্তানির ঘর। তবে ইংল্যান্ড আমার কাছে দ্বিতীয় ঘর—গত ত্রিশ বছরের বেশি সময়ের জন্য। আমি ইংল্যান্ডকেই সমর্থন করছি।’