>নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন পাকিস্তানের জাভেরিয়া খান। ম্যাচে শেষ পর্যন্ত হেরেছে পাকিস্তান। এরপরই নিয়মটি পাল্টানোর দাবি তুলেছেন পাকিস্তান অধিনায়ক
ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। এ অনিশ্চয়তা থাকে বলেই খেলাটা রোমাঞ্চকর। বিশ্বকাপে তো কথাই নেই। হুট করে একটা আউটে পাল্টে যায় ম্যাচের গতিপথ, দলের ভাগ্যও। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচের কথাই ধরুন। গ্যাভিন হ্যামিল্টন সে ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে রানআউট না হলে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম জয়টা পেত পাকিস্তানের বিপক্ষে। মানে, হারতে হতো স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে।
সে ম্যাচ যাঁরা দেখেছেন, তাঁদের মনে থাকার কথা। জিততে ৪৬ বলে ৪৮ রান দরকার ছিল স্কটল্যান্ডের। ম্যাচে এমন মুহূর্তে ৬৩ রানে অপরাজিত থাকা হ্যামিল্টন রান আউট হন। অ্যালেক ডেভিসের ড্রাইভ বোলার মঞ্জুরুল ইসলামের হাত ছুঁয়ে ভেঙে দেয় ননস্ট্রাইক প্রান্তের স্টাম্প। হ্যামিল্টন তখন দাগের বাইরে। তাঁর ওই আউট পাল্টে দেয় ম্যাচের গতিপথ। শেষ পর্যন্ত ২২ রানের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তা, দীর্ঘ ২১ বছর পর সে স্মৃতি উসকে দেওয়ার কারণ পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক জাভেরিয়া খানের একটি মন্তব্য। হ্যামিল্টন যেভাবে আউট হয়েছিলেন, সে আইনটির বিলোপ চান জাভেরিয়া। তিনি এ দাবি তুলেছেন অবশ্য নিজে ওভাবে আউট হওয়ার পর।
আর আউটটিও হয়েছেন ম্যাচের ভীষণ গুরুত্বপূর্ণ মুহূর্তে। বলা যায়, হ্যামিল্টনের মতো জাভেরিয়াও দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়ায় জয় পায়নি পাকিস্তান। পরশু সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে ১৭ রানের ব্যবধানে।
১৩৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তানের মেয়েরা। একপর্যায়ে ৫৭ বলে ৮২ রান দরকার ছিল পাকিস্তানের। অধিনায়ক জাভেরিয়া তখন ৩৪ বলে ৩১ রানে অপরাজিত। এ পরিস্থিতিতে আলিয়া রিয়াজের স্ট্রেট ড্রাইভ প্রোটিয়া বোলার ট্রায়নের হাত ছুঁয়ে ননস্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেয়। তখন রান নেওয়ার জন্য দাগের বাইরে চলে এসেছিলেন জাভেরিয়া। নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এমন স্মৃতি কে চায়!
জাভেরিয়াও চাচ্ছেন এমন ভাগ্য যেন আর কারও না হয়। সোজা কথায়, এমন রানআউট আইন তুলে নেওয়ার দাবি জানালেন, ‘আমার মতে এটি (এই আইন) ক্রিকেট থেকে বাদ দেওয়া উচিত। এমন আউট এর আগেও হয়েছে। তবে এত গুরুত্বপূর্ণ মুহূর্তে হয়নি। এটাই প্রথম। যেভাবে আউট হয়েছি, তাতে সত্যিই খারাপ লাগছে। বল কোথায় যায়, তা দেখে দৌড়ানো উচিত ছিল, এই শিক্ষা পেলাম।’
তবে ম্যাচের ভীষণ গুরুত্বপূর্ণ মুহূর্তে জাভেরিয়াই যে প্রথম ওভাবে আউট হননি, তার প্রমাণ তো হ্যামিল্টন!