যোগিন্দর শর্মাকে মনে আছে?
সেই যে ২০০৭ বিশ্বকাপ ফাইনাল। জয় থেকে ৪ বলে ৬ রানে পিছিয়ে থাকতে মিসবাহ-উল-হকের মরণ-স্কুপ। বোলার ছিলেন যোগিন্দর শর্মা। ৬ বলে ১৩ রানের সমীকরণে শেষ ওভার করতে এসে জিতিয়েছিলেন ভারতকে।
খেলা ছেড়ে হরিয়ানা পুলিশের বড়কর্তা হিসেবে যোগ দিয়েছিলেন এ পেসার। এখন ডেপুটি সুপার। আইসিসি কাল তাঁকে স্যালুট ঠুকেছে।
পুলিশে থাকায় এখন যোগিন্দরের ব্যস্ততার শেষ নেই। করোনাভাইরাস মহামারি থেকে বাঁচতে সাধারণ মানুষকে সচেতন করতে হচ্ছে। বাঁচানোর খাতিরেই তাঁদের রাখতে হচ্ছে ঘরের মধ্যে। প্রয়োজনে হতে হচ্ছে কঠোর। করোনার বিপক্ষে লড়াইটা মাঠে থেকেই করতে হচ্ছে ৩৬ বছর বয়সী সাবেক এ ক্রিকেটারকে।
আইসিসির অফিশিয়াল টুইটারে তাই যোগিন্দরের দুটি ছবি পোস্ট করা হয়। প্রথম ছবিতে ২০০৭ বিশ্বকাপ ফাইনালে সতীর্থরা তাঁকে জড়িয়ে ধরছেন। পরের ছবিতে তিনি পুলিশ। ক্যাপশনে লেখা হয়েছে, ২০০৭, টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক। ২০২০, আসল জগতের নায়ক। পুলিশ হিসেবে ক্রিকেট পরবর্তী ক্যারিয়ারে ভারতের যোগিন্দর শর্মা বিশ্বব্যাপী এই স্বাস্থ্য বিপর্যয়ে নিজের দায়িত্বটুকু পালন করছে।
২০১৮ সালে ক্রিকেট ছাড়েন যোগিন্দর। পুলিশে যোগ দিয়ে পদোন্নতিও পেয়েছেন। করোনা সংক্রমণ থেকে বাঁচতে ভারতে এখন ২১ দিনের ‘লকডাউন’ চলছে। লোকজনকে ঘরে থাকতে বলা হচ্ছে। ভারতে এ পর্যন্ত ৯৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ২৫।