জৈব সুরক্ষাবলয়ে থাকার পরও কয়েকটি দলের কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় গত মঙ্গলবার আইপিএল স্থগিত করে বিসিসিআই। আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর বড় উদ্বেগ এখন ক্রিকেটার ও অন্য সাপোর্ট স্টাফদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া। সেটি ভারতে হোক কিংবা ভারতের বাইরে। বিদেশি খেলোয়াড়েরা এর মধ্যেই ভারত ছাড়া শুরু করেছেন, অনেকে দেশেও পৌঁছে গেছেন।
নিউজিল্যান্ডের ক্রিকেটাররাই যেমন আস্তে আস্তে দেশে ফেরা শুরু করেছেন। অকল্যান্ডে নেমে ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব কাটানোর পর পরিবারের কাছে ফেরত যাবেন ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, লকি ফার্গুসনরা। তবে এর মধ্যেও অনেকের আইপিএলে খেলার সাধ এখনো মেটেনি।
মুম্বাই ইন্ডিয়ানসের অলরাউন্ডার নিশামই যেমন নিউজহাবকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, সকল বাধা-বিপত্তি কাটিয়ে আইপিএল যদি আবারও শুরু হয়, তিনি আবারও খেলতে যেতে চান ভারতে।
জিমি নিশামের কাছে সবচেয়ে বড় হয়ে উঠেছে তাঁর পেশাদারত্ব, ‘আমার কাছে যেটা মনে হয়, আমি যখন আইপিএলে খেলব বলে সিদ্ধান্ত নিই, সবকিছু জেনেবুঝেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে কেমন পরিস্থিতি হতে পারে। আমার কাছে এটাকে একটা দায়িত্বের মতো মনে হয়েছিল। আমি সেখানে খেলতে যাওয়ার জন্য কথা দিয়েছিলাম, আর কখনো টুর্নামেন্ট শেষ হওয়ার আগে আলাদাভাবে বাড়ি ফিরব কোনো কারণে এমনটা ভাবিনি।’
অনেকেই টুর্নামেন্ট স্থগিত ঘোষণা আসার আগেই করোনার ভয়ে দেশে চলে গিয়েছেন। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, কেইন রিচার্ডসন, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন যেমন। কিন্তু নিশামের ভাবনাটা আবার তাঁদের মতো নয়, ‘হ্যাঁ, এ নিয়ে অনেকের অনেক মতামত থাকতে পারে, কিন্তু এটাই আমার কাজ। কিন্তু আমি একজন পেশাদার খেলোয়াড়। আমার কাজই মাঠে গিয়ে দলের হয়ে কাজ শেষ করে দিয়ে আসা।’
নিশামের এখনো আইপিএলে খেলার ইচ্ছা আছে বেশ ভালো রকম, ‘আমি আবারও ওখানে খেলতে যেতে চাই, ভ্যাকসিন নিয়ে অবশ্যই। আমার মনে হয় না কেউ ভেবেছিল যে এমনটা হবে। এত তাড়াতাড়ি সবকিছু থেমে যাবে, এত তাড়াতাড়ি সবাই প্রথম প্লেনে চেপে বাড়ি ফিরে যাবে।’
প্রথমে জানা গিয়েছিল, দেশে না ফিরে ভারত থেকেই সরাসরি ইংল্যান্ডে পাড়ি জমাবেন নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে। এনজেডসি চাইছে আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সরাসরি উইলিয়ামসনদের সেখানে যাওয়ার ব্যবস্থা করতে। এটা নিয়ে বিসিসিআই, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে এনজেডসি। এর মধ্যেও অনেকেই দেশে ফিরে গেছেন, তাও পরিবাররে সঙ্গে কটা দিন কাটিয়ে আবারও ইংল্যান্ডে পাড়ি জমাবেন। জিমি নিশাম ও ট্রেন্ট বোল্ট এই দলের লোক।