অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারছেন না লিটন দাস। কারণটা অবশ্য পারিবারিক। শ্বশুরের অসুস্থতার কারণে সিরিজটি খেলা সম্ভব নয় তাঁর পক্ষে। জিম্বাবুয়ে থেকে আজই রওনা হচ্ছেন তিনি।
বাংলাদেশ দলের দেশে ফেরার ফ্লাইট ২৮ জুলাই। অস্ট্রেলিয়া সিরিজের জন্য জিম্বাবুয়ে থেকে ফিরেই সরাসরি জৈব সুরক্ষাবলয়ে প্রবেশের কথা ছিল গোটা দলের। কিন্তু দেশে ফিরে পরিবারের সঙ্গে দেখা করতে হলে লিটনকে জৈব সুরক্ষাবলয় থেকে বেরিয়ে যেতে হবে। সে কারণেই লিটনের অস্ট্রেলিয়া সিরিজে খেলা হচ্ছে না।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান এ ব্যাপারে বলছিলেন, ‘লিটনের শ্বশুর অসুস্থ শুনেছি। তাই তাঁকে ফিরে আসতে হচ্ছে।’
২৯ জুলাই বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া দলের। তিন দিনের কোয়ারেন্টিন শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) শর্ত মেনে ১০ দিনের কোয়ারেন্টিনে আছেন সিরিজ–সংশিষ্ট ম্যাচ রেফারি, আম্পায়ার, গ্রাউন্ডসম্যানসহ মোট ১৫০ জন।
বাবা-মার অসুস্থতার কারণে কোয়ারেন্টিনে প্রবেশ করতে পারেননি জিম্বাবুয়ে সিরিজের মাঝপথ থেকে দেশে ফেরা মুশফিকুর রহিম। তাই অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের কোয়ারেন্টিন নীতির কারণে মুশফিককে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে।
চোটের কারণে আগে থেকেই আরেক অভিজ্ঞ তামিম ইকবালও এ সিরিজে থাকছেন না। এবার বাদ পড়াদের তালিকায় যোগ দিলেন জিম্বাবুয়ে সিরিজের টেস্ট ও ওয়ানডে সিরিজে দারুণ খেলা লিটন।
জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হাতে চোট পেয়েছিলেন লিটন। খেলতে পারেননি বাকি দুই ম্যাচ। চোট সমস্যাটা ঘিরে ছিল লিটনকে। অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকলেও তাঁর প্রথম ম্যাচ খেলা নিয়ে সংশয় ছিলই। বিসিবির মেডিকেল সূত্রও লিটনের প্রথম ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন।
জানা গেছে, তামিম, মুশফিকদের না থাকায় জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলে থাকা তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেনকে টি-টোয়েন্টি দলের সঙ্গে রাখা হবে।