অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জেসন গিলেস্পি
অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জেসন গিলেস্পি

অস্ট্রেলিয়ার কোচ হওয়ার কোনো ইচ্ছা নেই গিলেস্পির

জাস্টিন ল্যাঙ্গারের কোচের পদ থেকে সরে দাঁড়ানো নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে এখনো তোলপাড় চলছে। তাঁর সাবেক সতীর্থেরা বোর্ডের সমালোচনায় মুখর হয়েছেন। কেউ কেউ আবার সমালোচনা করছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সের। এর মধ্যেই আবার চলছে আরেক আলোচনা—অস্ট্রেলিয়া দলের কোচ হিসেবে কে হবেন ল্যাঙ্গারের উত্তরসূরি।

অস্ট্রেলিয়ার সদ্য সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গার

অস্ট্রেলিয়ার সম্ভাব্য নতুন কোচ হিসেবে নাম শোনা যাচ্ছে অনেকেরই। অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, মাইকেল ডি ভেনুটো, ইংল্যান্ডের সাবেক কোচ ট্রেভর বেলিসদের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্ভাব্য কোচের আলোচনায় নাম আসছে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনেরও। তবে যাঁর নামটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, তিনি ল্যাঙ্গারেরই সাবেক সতীর্থ জেসন গিলেস্পি।

অস্ট্রেলিয়ার রাজ্য দল সাউথ অস্ট্রেলিয়ার কোচ হিসেবে কাজ করছেন গিলেস্পি। অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলে দিয়েছেন, সাউথ অস্ট্রেলিয়ার কোচ হিসেবেই কাজ চালিয়ে যেতে চান। ল্যাঙ্গারের উত্তরসূরি হওয়ার কোনো ইচ্ছাই তাঁর নেই।

গিলেস্পি আজ সাংবাদিকদের বলেছেন, ‘আমি নতুন কোনো চাকরি পেতে চেষ্টা করছি না। সাউথ অস্ট্রেলিয়ার ক্রিকেটে কাজ চালিয়ে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার এখানে অনেক কাজ করার আছে, আর আমি কাজটা উপভোগও করি। তবে ল্যাঙ্গারের উত্তরসূরি হিসেবে আমার নাম আসায় ভালোই লেগেছে।’

অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর ইংল্যান্ডের বিপক্ষে সদ্যই ৪–০ ব্যবধানে জিতেছেন অ্যাশেজ সিরিজ। এরপরও ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে শুধু ছয় মাসের জন্য চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এ কারণেই হয়তো গত শনিবার পদত্যাগ করেছেন ল্যাঙ্গার।