অস্ট্রেলিয়াকে ভয় পাবে সবাই

বিশ্বকাপে অস্ট্রেলিয়া অনেক দূর যাবে বলে মনে করেন সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। ছবি: এএফপি
বিশ্বকাপে অস্ট্রেলিয়া অনেক দূর যাবে বলে মনে করেন সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। ছবি: এএফপি
স্মিথ ও ওয়ার্নার ফেরায় বিশ্বকাপে অস্ট্রেলিয়া বেশি শক্তিশালী হয়েছে বলে মনে করেন স্টিভ ওয়াহ


বল টেম্পারিং কাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এক বছর বাদে মাঠে ফিরে পারফরমেন্স দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ দলেও জায়গা করে নিয়েছে তাঁরা। তাদের অন্তর্ভুক্তিতে দল অনেক বেশি শক্তিশালী হয়েছে বলে মনে করেন বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ।

আইপিএলে ছড়ি ঘুরিয়েছেন ওয়ার্নার, স্মিথও মন্দ করেননি। সেখানে ভালো করলেও অস্ট্রেলিয়ার জার্সিতে কেমন করেন, তাই ছিল দেখার বিষয়। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালোই দেখালেন স্মিথ। তিন ম্যাচের দুটিতেই সেঞ্চুরির (৮৯ ও ৯১) সুবাস ছড়িয়ে বিশ্বকাপে প্রতিপক্ষ দলগুলোকে স্মিথ যেন বার্তা দিলেন, ‘সাবধান, আমি আগের মতোই আছি!’ নিউজিল্যান্ড একাদশের অস্ট্রেলিয়া সফর দিয়ে জাতীয় দলের জার্সিতে স্মিথের সঙ্গে ফিরেছেন ওয়ার্নারও। ওয়ানডে সংস্করণে তিন ম্যাচের এই সিরিজে ওয়ার্নার (৩৯,০, ২) ভালো করতে পারেননি। কিন্তু বড় মঞ্চে ওয়ার্নার কতটা ভয়ংকর, তা তো সবারই জানা।

এই দুই তারকার উপস্থিতি অস্ট্রেলিয়াকে অনেক বেশি শক্তিশালী বানিয়েছে বলে মনে করেন ওয়াহ। সরাসরি বলেই দিয়েছেন সব দলকেই অস্ট্রেলিয়াকে নিয়ে চিন্তায় থাকতে হবে, ‘বাকি দলগুলো অস্ট্রেলিয়ার সামর্থ্য সম্পর্কে জানে। তবে সর্বশেষ ১২ মাসে অস্ট্রেলিয়া দলে অনেক অশান্তি ছিল। তবে তা এখন শেষ হয়েছে। আমাদের সেরা ক্রিকেটার স্মিথ ও ওয়ার্নারকে আমরা দলে নিয়েছি। সব দলকেই অস্ট্রেলিয়া নিয়ে চিন্তা করতে হবে।’

বিশ্বকাপে ইংল্যান্ডকে ফেবারিট মানছেন ওয়াহ। কিন্তু অস্ট্রেলিয়াকে ভয় পাওয়ার কথাটি বলতেও ভুল করেননি, ‘তাদের ফর্ম খারাপ ছিল। কিন্তু শেষ আটটি ম্যাচে জয় পেয়েছে দল এবং এখন তারা স্মিথ ও ওয়ার্নারকে পেয়েছে। এই দলটা অনেক দূর পর্যন্ত যাবে। ইংল্যান্ড সবচেয়ে বেশি শিরোপা প্রত্যাশী। শেষ কয়েক বছর দুর্দান্ত খেলেছে তারা। এর পরেই অস্ট্রেলিয়া ও ভারতকে রাখব।’