অস্ট্রেলিয়াই বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের চিন্তা অবাস্তব

এ বছর বিশ্বকাপ কি তাহলে হচ্ছে না? ফাইল ছবি
এ বছর বিশ্বকাপ কি তাহলে হচ্ছে না? ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ কাল কাটিয়ে উঠলেও এই অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা দেখছেন না অনেকেই। যদিও এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দিনক্ষণ বারবার পিছিয়ে দিচ্ছে আইসিসি। সংস্থাটি এ ব্যাপারে সিদ্ধান্ত জানাতে প্রতিবারই নতুন করে সময় চেয়ে নিচ্ছে।

আয়োজক অস্ট্রেলিয়াও এতদিন এ নিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। কিন্তু আজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টসের চাকরি হারানোর সংবাদ জানাতে গিয়ে বোর্ড চেয়ারম্যানই সন্দেহ প্রকাশ করেছেন বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নিয়ে। আগামী ১৮ অক্টোবর শুরু হয়ে ১৫ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস আজ জানিয়েছেন, 'এখনো এটা স্থগিত করা হয়নি বা পেছানো হয়নি। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এখন অস্ট্রেলিয়ায় ১৬টি দলকে আনা অবাস্তব চিন্তা। বিশেষ করে অনেক দেশেই এখনো করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। আর কিছু না হোক, কাজটা খুব কঠিন হবে।'

আজ বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এসে প্রধান নির্বাহী রবার্টসের চাকরি থেকে সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেছেন। সাময়িকভাবে আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রধান নির্বাহী নিক হকলেকে তাঁর দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাঝেই বিশ্বকাপ আয়োজন নিয়ে নিজের মনোভাব জানিয়েছেন এডিংস, 'আইসিসি এ নিয়ে এখনো আলোচনা করছে। এ মুহূর্তে অনেক কিছুরই সম্ভাবনা আছে।'