দক্ষিণ আফ্রিকার সংবাদপত্র ইনডিপেনডেন্ট অনলাইন জানিয়েছে, পরিবারকে আরও বেশি সময় দিতেই অ্যাশওয়েল প্রিন্স সরে গেছেন বাংলাদেশের ব্যাটিং কোচের পদ থেকে। বড় যুক্তিযুক্ত একটা কারণ, কিন্তু বিসিবির চাকরি থেকে প্রিন্সের পদত্যাগের আসল কারণ কি এটিই? বাংলাদেশ দলসংশ্লিষ্ট একটি সূত্র থেকে কিন্তু জানা যাচ্ছে ভিন্ন খবরই।
জানা গেছে, জাতীয় দলের ব্যাটিং কোচের বদলে প্রিন্সকে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দিয়ে সম্প্রতি একটি ই-মেইল করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। কিন্তু এমন পদাবনমন মেনে নিতে পারেননি প্রিন্স। বিসিবির ই-মেইল পেয়ে তাই অপমানিত বোধ করেছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। তাঁর সরে যাওয়াটা সে কারণেই বলে জানিয়েছেন দল সংশ্লিষ্ট সে সূত্র।
দক্ষিণ আফ্রিকা থেকে প্রিন্সও হোয়াটসঅ্যাপ বার্তায় প্রথম আলোকে নিশ্চিত করেছেন, হাই পারফরম্যান্স দলের দায়িত্ব নিতে চান না বলেই তাঁর পদত্যাগের সিদ্ধান্ত।
জানা গেছে, বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী জাতীয় দলের ব্যাটিং কোচই থাকার কথা ছিল প্রিন্সের। চুক্তিতে অন্য কোনো দায়িত্বের কথা বলা ছিল না। সে কারণেই বিসিবির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি।
দক্ষিণ আফ্রিকা থেকে প্রিন্সও হোয়াটসঅ্যাপ বার্তায় প্রথম আলোকে নিশ্চিত করেছেন, হাই পারফরম্যান্স দলের দায়িত্ব নিতে চান না বলেই তাঁর পদত্যাগের সিদ্ধান্ত।
এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক অবশ্য বলেছেন, ‘চুক্তিতে না থাকলেও সম্প্রতি বোর্ডের পক্ষ থেকে প্রিন্সকে জানানো হয়, জাতীয় দল ছেড়ে তাঁকে অন্য কোনো দলের দায়িত্ব দেওয়া হতে পারে।’ সূত্র জানিয়েছে, বিসিবির এমন প্রস্তাব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ‘হ্যাঁ’/‘না’ কিছুই বলেননি প্রিন্স। আজ তাঁর পদত্যাগের খবর তাই অনেকটা চমক হয়েই এসেছে।
বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদে প্রিন্সের ভিত নড়ে গেছে জেমি সিডন্সের প্রত্যাবর্তনেই। জাতীয় দলের সাবেক প্রধান কোচকে বিসিবির ব্যাটিং পরামর্শকের ভূমিকায় ফেরানোর ঘোষণা গত ডিসেম্বরেই দিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান।
এই মাসেই বাংলাদেশে এসেছেন সিডন্স, কিন্তু তাঁর কাজের ক্ষেত্র কী হবে, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। এরপরই গুঞ্জন শুরু হয়, প্রিন্সের জায়গায় আসতে পারেন সিডন্স। সেই গুঞ্জন প্রিন্সের কান পর্যন্ত যাওয়াও অস্বাভাবিক নয়।
আজ প্রিন্স নিজে থেকে সরে যাওয়ার পর এখন নিশ্চিত হয়ে গেছে, সিডন্সই হচ্ছেন বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ।