অনুশীলন ক্যাম্পে যাওয়ার আগে অনূর্ধ্ব–১৯ দলের ক্রিকেটারেরা
অনুশীলন ক্যাম্পে যাওয়ার আগে অনূর্ধ্ব–১৯ দলের ক্রিকেটারেরা

অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল ঘোষণা

৪৬ জন ক্রিকেটার নিয়ে বিকেএসপিতে শুরু হয়েছিল অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ক্যাম্প। এক মাসের ক্যাম্প আর কিছু প্রস্তুতিমূলক ম্যাচের পর সংখ্যাটা কমিয়ে আনা হয়েছে ২৮ জনে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল ঘোষণা করেছে।

আগামী ১ অক্টোবর থেকে বিকেএসপিতে স্কিল ক্যাম্প করবে তারা।
ক্যাম্পের আগে ২৯ সেপ্টেম্বর দলে ডাকা পাওয়া ক্রিকেটাররা মিরপুর ক্রীড়া পল্লিতে আসবেন। ৩০ সেপ্টেম্বর কোভিড-১৯ পরীক্ষা করিয়ে ক্যাম্পে নেওয়া হবে যুবাদের। চার সপ্তাহ চলবে ক্যাম্প। ১৭, ১৮, ২২, ২৪ ও ২৬ অক্টোবর পাঁচটি ৫০ ওভারের ম্যাচ খেলবে তারা।

বিকেএসপিতে যুব ক্রিকেট দল

অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ প্রথম আলোকে বলেছেন, 'এই দলটাকে আমরা আগামী ২ বছর দেখব। সিরিজ বা টুর্নামেন্ট হলে এদের মধ্য থেকেই আমরা ১৫ জন বাছাই করে খেলাব। ম্যাচ খেলিয়েই ওদের তৈরি করা হবে।'

ক্যাম্পের শুরু থেকেই অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজকে পাবে যুবারা। ট্রেনার রিচার্ড স্টনিয়ের যোগ দেবেন ক্যাম্পে। দুজনই ঢাকার আসার পর এখন কোয়ারেন্টিনে আছেন।

অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল: মফিজুল ইসলাম, ইমন আলী, ইফতেখার হোসেন, হাবিবুর শেখ, প্রান্তিক নওরোজ, শাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হাসান, আব্দুল্লাহ আল মামুন, মো: খালিদ হাসান, আইচ মোল্লাহ, আশরাফুল হাসান রিয়াদ খান, মুশফিক হাসান, আরিফ আহমেদ, বায়োজিদ মিয়া, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মুস্তাকিম মিয়া, আহসান হাবিব, নাঈমুর রহমান, আশরাফুল আলম, মিসবাহ আহমেদ, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান, জিল্লুর রহমান ও জাকারিয়া ইসলাম।