ফটো ফিচার

নৈশভোজে মেসি, পরিবারের সঙ্গে রোনালদো

ডেভিড বেকহাম, জর্দি আলবাদের সঙ্গে নৈশভোজে গিয়েছেন লিওনেল মেসি। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সন্তান দিয়ে দারুণ সময় কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সুইমিং পুলে গা শীতল করছেন রশিদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নির্বাচিত ছবি—
পাকিস্তানের স্বাধীনতা দিবস আজ। এ উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবিটি পোস্ট করে পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম লিখেছেন, ‘স্বাধীন পরিচয়ের জন্য আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তা আমাদের জন্মভূমিকে আশীর্বাদ করুন।’
ছবি: ইনস্টাগ্রাম
লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে গোল পাচ্ছেন। মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহামের তাই সময়টা ভালোই কাটছে। মেসি ও জর্দি আলবাসহ অন্যান্য সঙ্গী-সাথি নিয়ে গিয়েছিলেন নৈশভোজে। সেখানেই তুললেন ছবি
সন্তান ও বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সময়টা দারুণ কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। হাসিমুখে তোলা ছবিতেই তা বোঝা গেল
সুইমিং পুলে নেমে গা শীতল করছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গুড ভাইবস।’
বান্ধবীর সঙ্গে তোলা এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখারের ছেলে মিক শুমাখার
বেশ ফুরফুরে মেজাজেই আছেন রোহিত শর্মা। হাসিমুখে তোলা এ ছবিটি পোস্ট করেছেন আজ
নিজের শৈশবের এ ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে উসমান খাজা লিখেছেন ‘সোজা ব্যাটে খেলো’