ফটো ফিচার

কোহলির আরও উন্নতির চেষ্টা আর দিবালার ‘ভালোবাসা’

ব্যায়াম করার ছবি ও ভিডিও পোস্ট করে আরও উন্নতির তাগিদ বিরাট কোহলির। পবিত্র হজ পালন করতে গিয়ে সেখান থেকে ছবি পোস্ট করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কারাতে শিখছেন মিচেল জনসন। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
কানস লায়ন্সে অংশ নিতে গেছেন সাবেক টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভা। এই আয়োজনে উপস্থিত থেকে রোমাঞ্চিত হওয়ার কথা জানিয়েছেন রুশ সুন্দরী
অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল জনসন ক্রিকেট ছেড়ে আরও আগে। এবার স্ত্রীর অনুপ্রেরণায় শিখে নিচ্ছেন কারাতেও। এই ছবি পোস্ট করে স্ত্রীকে ধন্যবাদও দিয়েছেন জনসন
ক্যারিয়ারে সেরা সব তারকার সঙ্গে খেলেছেন মার্সেলো। নিজেও সেরাদের একজন। ছেলেদের সঙ্গে এই খুনসুটির ছবি দিয়ে মার্সেলো লিখেছেন, ‘আমার স্বপ্নের দল।’
পবিত্র হজ পালন করতে সৌদি আরবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। সেখান থেকে এ ছবি পোস্ট করেছেন বাবর
‘যা–ই হোক না কেন শক্ত থাকতে হবে’—এই ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান
এই ছবি পোস্ট করে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা লিখেছেন, ‘আমার ভালোবাসা।’
অজুহাত খুঁজুন কিংবা আরও ভালো করায় মন দিন—শরীরচর্চার ছবি আর ভিডিও পোস্ট করে এমন ক্যাপশন দিয়েছেন বিরাট কোহলি