ফটো ফিচার

মেয়ের জন্মদিনে আবেগী লেভা আর রোনালদো নিজেই নিজের পৃথিবী

মেয়ের জন্মদিন উদ্‌যাপনের ছবি পোস্ট করে আবেগ ধরে রাখতে পারেননি রবার্ট লেভানডফস্কি। দুঃসময় ভুলতে অনুশীলনে কঠোর পরিশ্রমের ছবি পোস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যাকস্ট্রিট বয়েজের আদলে দেখা গেল ব্রেট লি-কুম্বলেদের। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
গাছে আরাম করতে থাকা এই কোয়ালা ভালুকের সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল ছবিটি পোস্ট করে পাকিস্তানি ক্রিকেটার বিসমাহ মারুফ লিখেছেন, ‘জীবনে এই কোয়ালা ভালুকের মতো দুশ্চিন্তামুক্ত থাকতে হবে।’
মাঠের ব্যস্ততা ভুলে পুলের পাশে আপন মনে সময় কাটাচ্ছেন আফগান স্পিনার রশিদ খান
লেখক ও আধ্যাত্মিক নেতা পদ্মভূষণজয়ী কমলেশ প্যাটেলের সঙ্গে দেখা করে এই ছবি পোস্ট করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী
মার্কিন গায়ক দল ব্যাকস্ট্রিট বয়েজের আদলে নিজেদের সাজিয়ে এই ছবি পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা। তাঁর সঙ্গে এই ছবিতে আরও আছেন গ্রায়েম সোয়ান, স্কট স্টাইরিস, অনিল কুম্বলে ও ব্রেট লি
পরিবার নিয়ে ছেলের জন্মদিন উদ্‌যাপন করছেন লিভারপুলের স্প্যানিশ তারকা থিয়াগো আলকানতারা
‘আমিই আমার পৃথিবী’, এটা লিখে অনুশীলনের ছবিটি পোস্ট করেছেন আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো
মেয়ে ক্লারার ষষ্ঠ জন্মদিন উদ্‌যাপন করছেন বার্সেলোনার পোলিশ ফুটবল তারকা রবার্ট লেভানডফস্কি। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে আবেগপ্রবণ লেভা লিখেছেন, ‘সবচেয়ে দারুণ ছয় বছর বয়সীকে জন্মদিনের শুভেচ্ছা। ক্লারা, সব সময় মনে রাখবে তোমার যত্ন নিতেই আমরা এখানে আছি। আমরা তোমার সবচেয়ে বড় ভক্ত। জন্মদিন দারুণ হোক। আমরা বিশ্বাস করতে পারছি না, এরই মধ্যে তোমার বয়স ছয় বছর হয়ে গেছে।’