ফিফা দ্য বেস্টে আর্জেন্টাইনদের জয়জয়কার
ফিফা দ্য বেস্টে আর্জেন্টাইনদের জয়জয়কার

ফটো ফিচার

ছবিতে ফিফা দ্য বেস্টে ‘আর্জেন্টাইন রাতের’ গল্প

ফিফা দ্য বেস্ট পুরস্কারের মঞ্চে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাই যে বাজিমাত করতে যাচ্ছে, এক রকম নিশ্চিত ছিল। বাস্তবে হয়েছেও তা। প্যারিসে কাল রাতে জমকালো অনুষ্ঠানে বর্ষসেরার খেতাব দেওয়া হয়েছে মোট আটটি ক্যাটাগরিতে। সে হিসেবে আর্জেন্টিনা একাই চার গোল দিয়েছে। লিওনেল মেসি, লিওনেল স্কালোনি, এমিলিয়ানো মার্তিনেজ আর আলবিসেলেস্তে সমর্থকদের স্বপ্নের চেয়েও সুন্দর রাতের টুকরো মুহূর্তগুলো ছবিতে দেখে নেওয়া যাক—
অনুষ্ঠান শুরুর আগে গ্রিন কার্পেটে লিওনেল মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো
স্ত্রী আমান্দা গামাকে সঙ্গে এনেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ
লিওনেল স্কালোনির হাতে বর্ষসেরা কোচের পুরস্কার তুলে দেন ফ্যাবিও ক্যাপেলো
স্মরণীয় রাতে স্ত্রী এলিসা মন্তেরোর সঙ্গে লিওনেল স্কালোনি
আর্জেন্টিনা দলের ছায়াসঙ্গী হয়ে থাকেন কার্লোস পাসকুয়াল তুলা নামের এই ভক্ত
আর্জেন্টিনার সমর্থকদের পক্ষে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড নিতে মঞ্চে উঠেছিলেন কার্লোস পাসকুয়াল তুলা
বর্ষসেরা ফুটবলারের পুরস্কার নিচ্ছেন লিওনেল মেসি। করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
টানা দ্বিতীয়বার বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন আলেক্সিয়া পুতেয়াস
বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ
অনুষ্ঠানে ফুটবলের রাজা পেলেকে স্মরণ করা হয়
প্রয়াত কিংবদন্তি পেলের পক্ষে দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড নেন তাঁর স্ত্রী মার্সিয়া আওকি। আওকির হাতে পুরস্কার তুলে দেন রোনালদো নাজারিও