ফটো ফিচার

জাদুর ঘোরে মেসি আর পরিশ্রমে বিশ্বাসী রোনালদো

বিশ্বকাপ শিরোপা জয়ের ঘোর থেকে যেন বেরোতেই পারছেন না লিওনেল মেসি! শিরোপা–উদ্‌যাপন শেষে আর্জেন্টিনা থেকে পিএসজিতে ফিরেছেন, কিন্তু এখনো তিনি বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলো নিয়ে মগ্ন আছেন। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ব্যস্ত আছেন নতুন ক্লাব আল নাসরের হয়ে মাঠে নামার আগে নিজেকে তৈরি করে নিতে। নিজেদের বিশেষ মুহূর্তের ছবি তাঁরা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখান থেকেই নির্বাচিত ছবি নিয়ে আজকের ফটোফিচার—
অ্যালেক্সিয়া পুতেয়াসের সূর্যাস্ত–দর্শন। বালুকাবেলায় সূর্যাস্ত দেখার ছবিটি দিয়ে বার্সেলোনার নারী দলের স্প্যানিশ ফরোয়ার্ড লিখেছেন, ‘খুব মজার।’
চিনতে কষ্ট হচ্ছে? ইনি আন্দ্রে রাসেল, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার চুলের স্টাইলটা পাল্টেছেন আরকি! নতুন এই স্টাইলের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘নোংরা লোকদের ঈশ্বর পছন্দ করেন না, এ কারণেই আমি প্রতিদিনই পরিচ্ছন্ন থাকি।’
পা তাঁর ভেঙেছে বিশ্বকাপের পরই। আগেই জানা গিয়েছিল, মৌসুম শেষ। তারপরও নিজের সেরে ওঠা কত দূর, সেটা জানাতে এই ছবিটি দিয়েছেন বায়ার্ন মিউনিখের জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যার
বাড়ির সবচেয়ে নবীন সদস্যের জন্মদিন। সেটা উদ্‌যাপন করতে গিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছেন কুইন্টন ডি কক আর তাঁর স্ত্রী
নতুন ক্লাব আল নাসরের হয়ে শিগগিরই খেলতে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে নিজেকে তৈরি করে নিচ্ছেন পর্তুগিজ তারকা
বিশ্বকাপ শিরোপা জয়ের ঘোর থেকে যেন বেরোতেই পারছেন না লিওনেল মেসি! বিমানে ট্রফিসহ এ ছবিটি দিয়ে আর্জেন্টিনার অধিনায়ক লিখেছেন, ‘আমাকে কীভাবে বোঝাবেন যে জাদু বলে কিছু নেই!’ এর উত্তর রদ্রিগো দি পল দিয়েছেন এভাবে, ‘তোমার মতো জাদুকর থাকতে জাদু আবার না থাকে কী করে!’