ফটো ফিচার

ক্যাচ মিসের আক্ষেপ আর দর্শকের আবহাওয়া বার্তা

আজ চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। ব্যাট-বলের চিরায়ত লড়াইয়ের মধ্যেও দিনভর ক্যামেরায় ধরা পড়েছে চমকপ্রদ সব মুহূর্ত। ভারতে চলা আইপিএলেও আছে এমন অনেক মুহূর্ত। যার কোনোটি একজন খেলোয়াড়ের ব্যক্তিগত, কোনোটি গ্যালারিতে দর্শকের।
হাতে হাত রেখে কী করতে চাইলেন নাজমুলরা? চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের প্রথম দিনের খেলা শুরুর আগের ছবি
দিমুথ করুনারত্নের সঙ্গে রানের জন্য ‘হ্যাঁ’, ‘না’ করতে করতে রানআউটই হয়ে গেলেন নিশান মাদুশকা। আম্পায়ারের আগে ঘোষণা দিলেন সাকিব আল হাসানই। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
৯৩ রানে থাকা কুশল মেন্ডিসের ক্যাচ নিলেন মেহেদী হাসান মিরাজ। অভিনন্দন জানাতে এগিয়ে যাওয়া লিটন দাস খানিকটা ম্যাসাজও করে দিলেন মিরাজের
উফফফ...! দিনের ষষ্ঠ ওভারেই হাসান মাহমুদের বলে ক্যাচ তুলেছিলেন নিশান মাদুশকা। কিন্তু দ্বিতীয় স্লিপে থাকা মাহমুদুল হাসান সেটি হাতে জমাতেই পারলেন না। মাহমুদুলের মতো সুযোগ মিসের আক্ষেপে পুড়েছেন জাকির, মিরাজ আর শাহাদাতও। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
আইপিএলের ব্যস্ততা আছে, থাক। এর মাঝেই চলবে পিতৃত্ব! হোটেলের উঁচু তলা থেকে মেয়েকে রাতের শহর দেখাচ্ছেন রোহিত শর্মা
ইস্টারের শুভেচ্ছা জানাতে গিয়ে এমন রঙিন বেশে নেটিজেনদের সামনে হাজির ক্রিস গেইল
একানা স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের খেলা দেখতে আসা দর্শকের আবহাওয়া বার্তা! চার-ছক্কার বৃষ্টি হবে। এলএসজি-ঝড়ের সম্ভাবনা আছে!